দানিয়েল 8:11 - কিতাবুল মোকাদ্দস11 সে বাহিনীপতির বিপক্ষেও আত্মগরিমা করলো ও তাঁর উদ্দেশ্যে দেওয়া নিত্য নৈবেদ্য অপহরণ করলো এবং তাঁর পবিত্র স্থান নিপাতিত হল। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ11 সেই শিংটি এত শক্তিশালী হয়ে উঠল যে সদাপ্রভুর সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠা করল, সদাপ্রভুকে নিবেদিত দৈনিক নৈবেদ্য ছিনিয়ে নিল এবং তাঁর পবিত্রস্থান অপবিত্র করে তুলল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তার উপর আবার নিসর্গবাহিনীর প্রধানকেও সে তুচ্ছ করল। তাঁর জন্য নিরূপিত নিত্য নৈবেদ্য সে বন্ধ করে দিল। তাঁর পঠস্থান কলুষিত করে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 সে বাহিনীপতির বিপক্ষেও আত্মগরিমা করিল, ও তাঁহা হইতে নিত্য নৈবেদ্য অপহরণ করিল, এবং তাঁহার ধর্ম্মধামস্থান নিপাতিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 সেই ছোট শিংটি ভীষণ শক্তিশালী হয়ে উঠল এবং সে দূতসমূহের অধিপতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। সে লোকদের নিত্য নৈবেদ্য থেকে বিরত করল এবং মন্দিরকে ভূপতিত করল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 সে মহান হয়ে উঠল, এমনকি সে সেই বাহিনীদের কর্তার সমান বলে দাবি করল। তাঁর উদ্দেশ্যে উত্সর্গ করা প্রতিদিনের নৈবেদ্য বন্ধ করে দিল এবং তাঁর পবিত্র স্থানকে অপবিত্র করল। অধ্যায় দেখুন |
কিন্তু বেহেশতের অধিপতির বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়েছেন; এবং তাঁর এবাদতখানার নানা পাত্র আপনার সম্মুখে আনা হয়েছে, আর আপনি, আপনার পদস্থ লোকেরা, আপনার পত্নীরা ও আপনার উপপত্নীরা সেসব পাত্রে আঙ্গুর-রস পান করেছেন; এবং রূপার, সোনার, ব্রোঞ্জের, লোহার, কাঠের ও পাথরের তৈরি যে দেবতারা দেখতে পায় না, শুনতে পায় না, কিছু জানতেও পারে না, আপনি তাদের প্রশংসা করেছেন; কিন্তু আপনার নিঃশ্বাস যাঁর হাতে ও আপনার সকল পথ যাঁর অধীন, আপনি সেই আল্লাহ্র সমাদর করেন নি।