Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 6:9 - কিতাবুল মোকাদ্দস

9 অতএব বাদশাহ্‌ দারিয়ুস সেই পত্র ও জারিকৃত আইনে স্বাক্ষর করলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 তাই রাজা দারিয়াবস ওই আদেশনামা লিখিত আকারে জারি করলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 সেই কথা অনুসারে রাজা দারাউস হুকুমনামায় স্বাক্ষর করে দিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 অতএব দারিয়াবস রাজা সেই পত্র ও প্রতিষেধবিধিতে স্বাক্ষর করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 তাই রাজা দারিয়াবস এই আদেশপত্রটি সাক্ষর করলেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 তাই রাজা দারিয়াবস সেই লিখিত আদেশে স্বাক্ষর করলেন।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 6:9
6 ক্রস রেফারেন্স  

তোমরা ভরসা করো না রাজন্যগণে, বা কোন মানুষের উপর, যার কাছে কোন সাহায্য নেই।


প্রধানবর্গের উপর নির্ভর করার চেয়ে মাবুদের আশ্রয় নেওয়া উত্তম।


তোমরা মানুষের আশ্রয় ছেড়ে যাও, যার নাকের আগায় তার প্রাণবায়ু থাকে; ফলে সে কিসের মধ্যে গণ্য?


তবে নিজের মুখের কথায় ফাঁদে পড়েছ, নিজের মুখের কথায় ধরা পড়েছ।


যদি বাদশাহ্‌র অভিমত হয়, তবে বষ্টী বাদশাহ্‌ জারেক্সের সম্মুখে আর আসতে পারবেন না, এই বাদশাহী হুকুম আপনার শ্রীমুখ থেকে প্রকাশিত হোক এবং এর অন্যথা যেন না হয়, এজন্য এই পারসীক ও মাদীয়দের আইনের মধ্যে লেখা হোক; পরে বাদশাহ্‌ তাঁর রাজ্ঞীপদ নিয়ে তাঁর চেয়ে উৎকৃষ্টা আর এক জন রাণীকে দিন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন