দানিয়েল 5:9 - কিতাবুল মোকাদ্দস9 তখন বেল্শৎসর বাদশাহ্ ভীষণ ভয় পেলেন, তাঁর মুখ ফ্যাকাশে হয়ে গেল ও তাঁর পদস্থ লোকেরা হতভম্ব হয়ে গেলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ9 তখন রাজা বেলশৎসর আরও বেশি আতঙ্কিত হয়ে উঠলেন এবং তার মুখ আরও বিবর্ণ হয়ে উঠল। তার বিশিষ্ট ব্যক্তিগণ হতবুদ্ধি হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 আতঙ্কে রাজা বেলশৎসরের মুখ আরও পাণ্ডুর হয়ে গেল। হতবুদ্ধি অমাত্যেরা কি যে করবেন ভেবে পেলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 তখন বেল্শৎসর রাজা অতিশয় বিহ্বল হইলেন, তাঁহার মুখ বিবর্ণ হইল, ও তাঁহার মহল্লোকেরা উদ্বিগ্ন হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 রাজা বেল্শত্সর ভয় পেয়ে গেলেন। তাঁর মুখ চিন্তায় ও ভয়ে সাদা হয়ে গেল। রাজার কর্মচারীরা বিভ্রান্ত হয়ে পড়ল। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 তখন রাজা বেলশৎসর খুবই চিন্তিত হয়ে পড়লেন এবং তাঁর মুখের চেহারা বিবর্ণ হয়ে গেল। তাঁর মহান লোকেরা হতভম্ব হয়ে গেলেন। অধ্যায় দেখুন |