Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 5:13 - কিতাবুল মোকাদ্দস

13 তখন দানিয়ালকে বাদশাহ্‌র কাছে আনা হল। বাদশাহ্‌ দানিয়ালকে বললেন, তুমিই কি দানিয়াল সেই নির্বাসিত ইহুদীদের এক জন, যাদের আমার পিতা মহারাজ এহুদা দেশ থেকে এনেছিলেন?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

13 তখন দানিয়েলকে রাজার সামনে হাজির করা হল এবং রাজা তাকে বললেন, “তুমি কি দানিয়েল, যাকে আমার বাবা যিহূদা থেকে এখানে নির্বাসনে এনেছিলেন?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 অবিলম্বে দানিয়েলকে রাজার কাছে নিয়ে আসা হল। তাঁকে দেখে রাজা বললেন, আপনিই সেই ইহুদী দানিয়েল? আমার পিতা আপনাকে যিহুদীয়া থেকে এখানে নির্বাসনে নিয়ে এসেছিলেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 তখন দানিয়েল রাজার নিকটে আনীত হইলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমিই কি দানিয়েল সেই নির্ব্বাসিত যিহূদী লোকদের এক জন, যাহাদিগকে আমার পিতা মহারাজ যিহূদা দেশ হইতে আনিয়াছিলেন?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 তাই দানিয়েলকে রাজার কাছে আনা হল। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “তোমার নামই কি দানিয়েল যাকে আমার পিতা বন্দী করে যিহূদা থেকে এখানে নিয়ে এসেছিলেন?

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

13 তখন দানিয়েলকে রাজার সামনে আনা হল। রাজা তাঁকে বললেন, “তুমি কি সেই দানিয়েল, যে যিহূদার বন্দী লোকদের একজন, যাকে আমার বাবা যিহূদা থেকে এনেছিলেন?

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 5:13
20 ক্রস রেফারেন্স  

তখন তাঁরা বাদশাহ্‌র সম্মুখে বললেন, হে বাদশাহ্‌, নির্বাসিত ইহুদীদের মধ্যবর্তী দানিয়াল আপনাকে এবং আপনার স্বাক্ষরিত প্রতিষেধ মান্য করে না, কিন্তু প্রতিদিন তিনবার মুনাজাত করে।


আপনার রাজ্যের মধ্যে এক জন ব্যক্তি আছেন, তাঁর অন্তরে পবিত্র দেবতাদের রূহ্‌ আছেন; আপনার পিতার সময়ে তাঁর মধ্যে আলো, বুদ্ধিকৌশল ও দেবতাদের জ্ঞানের মত জ্ঞান পরিলক্ষিত হয়েছিল এবং আপনার পিতা বাদশাহ্‌ বখতে-নাসার, হ্যাঁ, বাদশাহ্‌, আপনার পিতা তাঁকে মন্ত্রবেত্তাদের, গণকদের, কল্‌দীয়দের ও জ্যোতির্বেত্তাদের প্রধান করে নিযুক্ত করেছিলেন;


তখন অরিয়োক তাড়াতাড়ি দানিয়ালকে বাদশাহ্‌র কাছে নিয়ে গেলেন, আর বাদশাহ্‌কে এই কথা বললেন, নির্বাসিত ইহুদীদের মধ্যে এই এক ব্যক্তিকে পেলাম; ইনি বাদশাহ্‌কে তাঁর স্বপ্নের তাৎপর্য জানাবেন।


অতএব তাঁর ভাইয়েরা তাঁকে বললো, এই স্থান থেকে প্রস্থান কর, এহুদিয়াতে চলে যাও; যেন তুমি যা যা করছো, তোমার সেসব কাজ তোমার সাহাবীরাও দেখতে পায়।


আর বন্দীদশা থেকে আগত লোকেরা ঐ রূপ করলো। আর উযায়ের ইমাম এবং নিজের নিজের পিতৃকুল অনুসারে ও প্রত্যেকের নাম অনুসারে নির্দিষ্ট কয়েক জন কুলপতি নিযুক্ত হয়ে দশম মাসের প্রথম দিনে সেই বিষয়ের অনুসন্ধান করতে বসলেন।


পরে বনি-ইসরাইল, ইমামেরা, লেবীয়েরা ও বন্দীদশা থেকে আগত লোকদের অবশিষ্ট লোকেরা আনন্দে আল্লাহ্‌র সেই গৃহের প্রতিষ্ঠা করলো।


পরে এহুদা ও বিন্‌ইয়ামীনের বিপক্ষ লোকেরা শুনতে পেল যে, বন্দীদশা থেকে আগত লোকেরা ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে এবাদতখানা নির্মাণ করছে;


এই সকলের পরে ঈসা গালীলে চলাফেরা করতে লাগলেন, কেননা ইহুদীরা তাঁকে হত্যা করার চেষ্টা করায় তিনি এহুদিয়াতে যেতে চাইলেন না।


আর আমি দানিয়াল কিছু দিন ক্লান্ত ও অসুস্থ ছিলাম, তারপর উঠে বাদশাহ্‌র কাজ করলাম; আর সেই দর্শনে চমৎকৃত হলাম, কিন্তু কেউ তা বুঝতে পারল না।


বেল্‌শৎসর বাদশাহ্‌র রাজত্বের তৃতীয় বছরে আমি দানিয়াল প্রথম দর্শনের পরে আর একটি দর্শন পেলাম।


হে বাদশাহ্‌, সর্বশক্তিমান আল্লাহ্‌ আপনার পিতা বখতে-নাসারকে রাজ্য, মহিমা, গৌরব ও প্রতাপ দিয়েছিলেন।


আঙ্গুর-রসের স্বাদ গ্রহণ করতে করতে বেল্‌শৎসর হুকুম করলেন, আমার পিতা বখতে-নাসার জেরুশালেমের এবাদতখানা থেকে যেসব সোনা ও রূপার পাত্র নিয়ে এসেছিলেন, সেগুলো আনা হোক, যেন বাদশাহ্‌ ও তাঁর পদস্থ লোকেরা, তাঁর পত্নীরা ও তাঁর উপপত্নীরা সেসব পাত্রে পান করতে পারেন।


তখন বাদশাহ্‌ দানিয়ালকে মহান করলেন, তাঁকে অনেক বহুমূল্য উপহার দিলেন এবং তাঁকে ব্যাবিলনের সমস্ত প্রদেশের কর্তা ও ব্যাবিলনের সমস্ত বিদ্বান লোকের প্রধান অধিপতি নিযুক্ত করলেন।


দানিয়াল বাদশাহ্‌ কাইরাসের প্রথম বছর পর্যন্ত কাজে বহাল থাকলেন।


পরে এহুদা ও জেরুশালেমের সর্বত্র বন্দীদশা থেকে আগত লোকদের কাছে ঘোষণা করা হল যে, তারা যেন জেরুশালেমে একত্র হয়,


এহুদার বাদশাহ্‌ যিহোয়াকীমের রাজত্বের তৃতীয় বছরে ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার জেরুশালেমে এসে নগর অবরোধ করলেন।


আর প্রভু তাঁর হাতে এহুদার বাদশাহ্‌ যিহোয়াকীমকে এবং আল্লাহ্‌র গৃহের কতকগুলো পাত্র তুলে দিলেন; আর তিনি সেগুলো শিনিয়র দেশে তাঁর দেবালয়ে নিয়ে গেলেন; এবং পাত্রগুলো তাঁর দেবতার ভাণ্ডার-গৃহে রাখলেন।


তোমার বিষয়ে আমি শুনতে পেয়েছি যে, তোমার অন্তরে দেবতাদের রূহ্‌ আছেন এবং আলো, বুদ্ধিকৌশল ও উৎকৃষ্ট জ্ঞান তোমার মধ্যে লক্ষিত হয়।


তাদের মধ্যে এহুদা-বংশীয় দানিয়াল, হনানিয়, মীশায়েল ও অসরিয় ছিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন