Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




দানিয়েল 5:10 - কিতাবুল মোকাদ্দস

10 বাদশাহ্‌র ও তাঁর পদস্থ লোকদের সেই কথা শুনে রাণী ভোজনশালায় আসলেন। রাণী বললেন, হে বাদশাহ্‌, চিরজীবী হোন; আপনি ভয় পাবেন না এবং আপনার মুখ ফ্যাকাশে হতে দেবেন না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

10 মহারানি, যখন রাজার ও তার বিশিষ্ট ব্যক্তিদের গলা শুনলেন, মহাভোজের স্থানে এলেন, ও বললেন, “মহারাজ চিরজীবী হোন! আতঙ্কিত হবেন না! আপনার মুখ বিবর্ণ হতে দেবেন না!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

10 রাজা ও অমাত্যদের ভয়ার্ত চীৎকার রাজমাতার কানে গেল। ভোজ সভাকক্ষে এসে উপস্থিত হলেন তিনি। বললেন, মহারাজ, চিরজীবী হোন! ভয়ে বিহ্বল হবার কোন কারণ নেই, মনে সাহস আনুন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 রাজার ও তাঁহার মহল্লোকদের সেই কথা শুনিয়া রাণী ভোজনশালায় আসিলেন। রাণী বলিলেন, হে রাজন, চিরজীবী হউন; ভাবনাতে বিহ্বল হইবেন না, এবং মুখ বিবর্ণ হইতে দিবেন না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 তারপর রাণী সেই ভোজসভায় এলেন। তিনি রাজা ও রাজকর্মচারীদের কথা শুনে বললেন, “মহারাজ দীর্ঘজীবি হোন! ভয়ে আপনার মুখ সাদা হতে দেবেন না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

10 রাজা ও তাঁর মহান লোকদের কথা শুনে রাজমাতা সেই ভোজের ঘরে উপস্থিত হলেন। রাজমাতা বললেন, “মহারাজ, চিরকাল বেঁচে থাকুন! আপনার মুখের দৃশ্য পরিবর্তন না হোক।

অধ্যায় দেখুন কপি




দানিয়েল 5:10
10 ক্রস রেফারেন্স  

তারা বাদশাহ্‌ বখতে-নাসারের কাছে এই কথা বললো, হে বাদশাহ্‌ চিরজীবী হোন।


তখন সেই সভাপতিরা ও ক্ষিতি-পালেরা বাদশাহ্‌র কাছে সমাগত হয়ে তাঁকে বললেন, বাদশাহ্‌ দারিয়ুস, চিরজীবী হোন।


তখন কল্‌দীয়েরা অরামীয় ভাষায় বাদশাহ্‌কে বললো, বাদশাহ্‌! চিরজীবী হোন; আপনার এই গোলামদেরকে স্বপ্নটি বলুন, আমরা তাৎপর্য জানাবো।


তখন দানিয়াল বাদশাহ্‌কে বললেন, হে বাদশাহ্‌ চিরজীবী হোন।


তবে কেন আমাকে অনর্থক সান্ত্বনা দিচ্ছ? তোমাদের উত্তরে তো কেবল অসত্য রয়েছে।


কিন্তু তোমরা তো কেবলই মিথ্যা কথা রচনা কর, তোমরা সকলে অকর্মণ্য চিকিৎসক।


তখন বৎশেবা আনত মাথায়, ভূমিতে মুখ দিয়ে বাদশাহ্‌র কাছে ভূমিতে উবুড় হয়ে বললেন; আমার মালিক বাদশাহ্‌ দাউদ চিরজীবী হোন!


তখন বাদশাহ্‌র মুখ ফ্যাকাশে হয়ে গেল, তাঁর ভাবনা তাঁকে ভীষণ ভয় পাইয়ে দিল; তাঁর কোমরের গ্রন্থি শিথিল হয়ে পড়লো এবং তাঁর হাঁটু কাঁপতে লাগল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন