দানিয়েল 4:24 - কিতাবুল মোকাদ্দস24 হে বাদশাহ্, এর তাৎপর্য এই; আর আমার মালিক বাদশাহ্র উপরে যা এসেছে, তা সর্বশক্তিমানেরই নিরূপণ। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ24 “হে মহারাজ, স্বপ্নের মানে এই এবং পরাৎপর ঈশ্বর আমার প্রভু মহারাজের বিরুদ্ধে এই আদেশ জারি করেছেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 মহারাজ, এই ঘোষণার মধ্যেই রয়েছে আপনার ভাবী জীবনের ঘটনাবলীর সঙ্কেত। প্রভু পরমেশ্বর ঘোষণা করেছেনঃ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 হে রাজন্, ইহার তাৎপর্য্য এই; আর আমার প্রভু মহারাজের উপরে যাহা আসিয়াছে, তাহা পরাৎপরেরই নিরূপণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 “মহারাজ এই হল আপনার স্বপ্নের অর্থ। পরাৎপরের আজ্ঞা অনুসারে আপনার সঙ্গে এগুলি ঘটবে: অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 মহারাজ, এটিই হল স্বপ্নের ব্যাখ্যা। আমার প্রভু মহারাজ, এটি মহান সর্বশক্তিমান ঈশ্বরের একটি আদেশ যা আপনার কাছে এসেছে। অধ্যায় দেখুন |