Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 97:6 - কিতাবুল মোকাদ্দস

6 বেহেশত তাঁর ধর্মশীলতা তবলিগ করেছে, এবং সমস্ত জাতি তাঁর গৌরব দেখেছে ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 আকাশমণ্ডল তাঁর ধার্মিকতা প্রচার করে, এবং সব লোক তাঁর মহিমা দেখে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 আকাশমণ্ডল ঘোষণা করে তাঁর ন্যায়নিষ্ঠতা, সমস্ত জাতি নিরীক্ষণ করে তাঁর মহিমা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 স্বর্গ তাঁহার ধর্ম্মশীলতা প্রচার করিয়াছে, এবং সমস্ত জাতি তাঁহার গৌরব দেখিয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আকাশ তাঁর ধার্ম্মিকতার কথা বলে! প্রত্যেকে তাঁর মহিমা দেখুক!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 স্বর্গ তার ন্যায়বিচার ঘোষণা করে এবং সমস্ত জাতি তার মহিমা দেখেছে।

অধ্যায় দেখুন কপি




গীত 97:6
18 ক্রস রেফারেন্স  

আর বেহেশত তাঁর ধর্মশীলতা ঘোষণা করবে, কেননা আল্লাহ্‌ স্বয়ং বিচারকর্তা। [সেলা।]


আসমান আল্লাহ্‌র গৌরব বর্ণনা করে, আসমানের শূন্যস্থান তাঁর হস্তকৃত কাজ জ্ঞাপন করে।


আমিই তাদের কাজকর্ম ও কল্পনাগুলো জানি। সেই সময় উপস্থিত, যখন আমি সমস্ত জাতির ও সমস্ত ভাষাবাদী লোককে সংগ্রহ করবো; তারা এসে আমার মহিমা দর্শন করবে।


যেন সূর্যোদয়ের স্থান থেকে পশ্চিম দিক পর্যন্ত লোকে জানতে পারে যে, আমি ছাড়া অন্য আর কেউ নেই; আমিই মাবুদ, আর কেউ নয়।


আর মাবুদের মহিমা প্রকাশ পাবে, আর সমস্ত মানুষ একসঙ্গে তা দেখবে, কারণ মাবুদ এই কথা বলেছেন।’


আর তাঁরা পরস্পর ডেকে বলতে লাগলেন, ‘পবিত্র, পবিত্র, পবিত্র, বাহিনীগণের মাবুদ; সমস্ত দুনিয়া তাঁর প্রতাপে পরিপূর্ণ।’


লোকবৃন্দ আহ্লাদিত হয়ে আনন্দগান করুক; যেহেতু তুমি ন্যায়ে জাতিদের বিচার করবে, দুনিয়াতে মানব জাতিকে শাসন করবে। [সেলা।]


মাবুদ জীবিত, মম শৈল প্রশংসিত হোন; মম উদ্ধারকারী শৈল আল্লাহ্‌ উন্নত হোন।


কেননা তাঁর বিচারাজ্ঞাগুলো সত্য ও ন্যায্য; কারণ যে মহাবেশ্যা তার বেশ্যাক্রিয়া দ্বারা দুনিয়াকে ভ্রষ্ট করতো, তিনি তার বিচার করেছেন, তার হাত থেকে তাঁর গোলামদের রক্তপাতের পরিশোধ নিয়েছেন।


অতএব তোমরা এই ভাবে মুনাজাত করো; হে আমাদের বেহেশতী পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক,


কারণ সমুদ্র যেমন পানিতে আচ্ছন্ন, তেমনি দুনিয়া মাবুদের মহিমাবিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হবে।


হে আসমান শোন, হে দুনিয়া কান দাও, কেননা মাবুদ বলেছেন। আমি সন্তানদের লালন-পালন করেছি ও বড় করে তুলেছি, আর তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে।


তিনি ইসরাইল-কুলের পক্ষে তাঁর অটল মহব্বত ও বিশ্বস্ততা স্মরণ করেছেন; দুনিয়ার সমস্ত প্রান্ত আমাদের আল্লাহ্‌র বিজয় দেখেছে।


হে মাবুদ, বেহেশত তোমার অলৌকিক কাজের, পবিত্রগণের সমাজ তোমার বিশ্বস্ততারও প্রশংসা করবে।


আমি ঘোষণা করি, তোমার অটল মহব্বত চিরতরে সংস্থাপিত হবে, তোমার বিশ্বস্ততাকে বেহেশতেই তুমি সংস্থাপন করেছ।


সত্যিই আমি জীবন্ত এবং সমস্ত দুনিয়া মাবুদের প্রতাপে পরিপূর্ণ হবে;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন