Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 96:1 - কিতাবুল মোকাদ্দস

1 তোমরা মাবুদের উদ্দেশে নতুন গজল গাও; সমস্ত দুনিয়া! মাবুদের উদ্দেশে গজল গাও।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নতুন গান গাও; সমস্ত পৃথিবী, সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 প্রভু পরমেশ্বরের উদ্দেশে নতুন সঙ্গীত গাও, সমগ্র পৃথিবী! তাঁরই উদ্দেশে গাও বন্দনা গান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 তোমরা সদাপ্রভুর উদ্দেশে নূতন গীত গাও; সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে গীত গাও।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু যা কিছু নতুন করেছেন তার জন্য একটা নতুন গান গাও! সারা পৃথিবীকে প্রভুর উদ্দেশ্যে গেয়ে উঠতে দাও।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 তোমরা সদাপ্রভুুর উদ্দেশ্যে এক নতুন গান গাও; সমস্ত পৃথিবী, সদাপ্রভুুর উদ্দেশ্যে গান গাও।

অধ্যায় দেখুন কপি




গীত 96:1
10 ক্রস রেফারেন্স  

মাবুদের প্রশংসা হোক! মাবুদের উদ্দেশে নতুন গজল গাও; বিশ্বস্ত লোকদের সমাজে তাঁর প্রশংসা গাও।


তোমরা মাবুদের উদ্দেশে নতুন গজল গাও, কেননা তিনি অনেক অলৌকিক কাজ করেছেন; তাঁর ডান হাত ও তাঁর পবিত্র বাহু তাঁর পক্ষে বিজয় সাধন করেছে।


তাঁর উদ্দেশে নতুন গজল গাও, জয়ধ্বনিসহ মনোহর বাদ্য কর।


আর তারা সিংহাসনের সম্মুখে ও সেই চার জন প্রাণী ও প্রাচীনদের সম্মুখে নতুন একটি গজল গাইছিল; দুনিয়া থেকে ক্রয় করা সেই এক লক্ষ চুয়াল্লিশ হাজার লোক ছাড়া আর কেউ সেই গজল শিখতে পারল না।


আর তাঁরা একটি নতুন গজল গাইলেন, বললেন, ‘তুমি ঐ কিতাব গ্রহণ করার ও তার সীলমোহরগুলো খুলবার যোগ্য; কেননা তুমি হত হয়েছ এবং নিজের রক্ত দ্বারা সমস্ত বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ থেকে আল্লাহ্‌র জন্য লোকদেরকে ক্রয় করেছ;


আবার “সমস্ত জাতি প্রভুর প্রশংসা কর, সমস্ত লোকবৃন্দ তাঁর প্রশংসা করুক।”


হে দুনিয়ার সমস্ত রাজ্য, আল্লাহ্‌র উদ্দেশে গজল গাও; সেই প্রভুর প্রশংসা গান কর। [সেলা।]


সমস্ত দুনিয়া তোমার কাছে সেজ্‌দা করবে, ও তোমার উদ্দেশে কাওয়ালী করবে; তারা তোমার নাম ঘোষণা করবে। [সেলা।]


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন