Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 95:2 - কিতাবুল মোকাদ্দস

2 আমরা প্রশংসা-গজল সহ তাঁর সম্মুখে গমন করি, কাওয়ালী দ্বারা তাঁর উদ্দেশে জয়ধ্বনি করি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 আমরা ধন্যবাদের সঙ্গে তাঁর সামনে যাই সংগীত ও গান দিয়ে তাঁর উচ্চপ্রশংসা করি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 এস, কৃতজ্ঞচিত্তে আমরা তাঁর কাছে যাই, তাঁর প্রশংসাগানে হই মুখরিত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 আমরা স্তব সহ তাঁহার সম্মুখে গমন করি, সঙ্গীত দ্বারা তাঁহার উদ্দেশে জয়ধ্বনি করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 আমরা প্রভুর উদ্দেশ্যে ধন্যবাদের গান গাই। তাঁর প্রশংসায় আমরা আনন্দগান গাই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 আমরা ধন্যবাদ দিতে দিতে তার উপস্থিতিতে প্রবেশ করি, গান গেয়ে তার উদ্দেশ্যে জয়ধ্বনি করি।

অধ্যায় দেখুন কপি




গীত 95:2
11 ক্রস রেফারেন্স  

তোমরা প্রশংসা-গজল সহকারে তাঁর দ্বারে প্রবেশ কর, প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ কর; তাঁর শুকরিয়া কর, তাঁর নামের প্রশংসা কর।


জবুর শরীফের গজল, প্রশংসা-সংগীত ও রূহানিক কাওয়ালীর মধ্য দিয়ে পরস্পর আলাপ কর; নিজ নিজ অন্তঃকরণে বাদ্যের ঝঙ্কারে প্রভুর উদ্দেশে সঙ্গীত কর;


তাঁর উদ্দেশে গজল গাও, তাঁর প্রশংসা গান কর, তাঁর সকল অলৌকিক কাজ ধ্যান কর।


‘আমি কি নিয়ে মাবুদের সম্মুখে উপস্থিত হব, ঊর্ধ্বস্থ আল্লাহ্‌র সম্মুখে প্রণত হব? আমি কি পোড়ানো-কোরবানী নিয়ে, এক বছর বয়সের বাছুরগুলোকে নিয়ে, তাঁর সম্মুখে উপস্থিত হব?


সানন্দে মাবুদের সেবা কর; আনন্দগানসহ তাঁর সম্মুখে এসো।


হে মাবুদ, উঠ, তাকে প্রতিরোধ কর, তাকে পেড়ে ফেল, তোমার তলোয়ার দ্বারা দুষ্ট লোক থেকে আমার প্রাণ বাঁচাও।


তোমাদের মধ্যে কেউ কি দুঃখভোগ করছে? সে মুনাজাত করুক। কেউ কি প্রফুল্ল আছে? সে প্রশংসা-কাওয়ালী করুক।


জাতিরা তোমার চারপাশে জমায়েত হোক; তাদের উপরে তুমি উঁচু স্থানে তোমার আসনে বস।


শুরু কর কাওয়ালী, বাজাও তম্বুরা বাজাও নেবল সহকারে মনোহর বীণা।


সমস্ত দুনিয়া! মাবুদের উদ্দেশে জয়ধ্বনি কর; উচ্চধ্বনি কর, আনন্দগান কর, প্রশংসা গাও।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন