Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 94:15 - কিতাবুল মোকাদ্দস

15 রাজশাসন ফিরে ধার্মিকতার কাছে আসবে; সরলচিত্ত সকলে তার অনুগামী হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

15 ন্যায়ের উপর ভিত্তি করে বিচার আবার স্থাপিত হবে, যারা হৃদয়ে ন্যায়পরায়ণ তারা সকলে তা অনুসরণ করবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 ধর্মের পক্ষে পুনঃপ্রতিষ্ঠিত হবে ন্যায়বিচার, চিত্ত যাদের ন্যায়নিষ্ঠ, তারা সকলেই হবে ধর্মের অনুগামী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 রাজশাসন ফিরিয়া ধার্ম্মিকতার কাছে আসিবে; সরলচিত্ত সকলে তাহার অনুগামী হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 ন্যায্য বিচার ফিরে আসবে এবং ন্যায়পরায়ণতা নিয়ে আসবে। তারপর সৎ‌ এবং ভাল লোকরা অবশ্যই থাকবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

15 রাজ শাসন আবার ধার্মিকতার কাছে আসবে; সরলমনা সকলেই তার অনুগামী হবে।

অধ্যায় দেখুন কপি




গীত 94:15
19 ক্রস রেফারেন্স  

আমি মাবুদের ক্রোধ বহন করবো, কারণ আমি তাঁর বিরুদ্ধে গুনাহ্‌ করেছি; শেষে তিনি আমার বিবাদে পক্ষ অবলম্বন করে আমার বিচার নিষ্পত্তি করবেন; তিনি আমাকে বের করে আলোতে আনবেন, আমি তাঁর ধর্মশীলতা দর্শন করবো।


মেঘ ও অন্ধকার তাঁর চারদিকে বিদ্যমান, ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তিমূল।


মাবুদের অপেক্ষায় থাক, তাঁর পক্ষে চল; তাতে তিনি তোমাকে দেশের অধিকার ভোগের জন্য উন্নত করবেন; দুষ্টদের উচ্ছেদ হলে তুমি তা দেখতে পাবে।


তারা আমাদের মধ্য থেকে বের হয়েছে; কিন্তু আমাদের লোক ছিল না; কেননা যদি আমাদের হত তবে আমাদের সঙ্গে থাকতো; কিন্তু তারা বের হয়ে গেছে, যেন প্রকাশ হয়ে পড়ে যে, সকলে আমাদের নয়।


তখন তোমরা ফিরে আসবে এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে, যে আল্লাহ্‌র সেবা করে ও যে তাঁর সেবা না করে, উভয়ের মধ্যে প্রভেদ দেখবে।


তাতে মানুষেরা বলবে, ধার্মিক সত্যিই ফল পায়, সত্যিই দুনিয়াতে বিচারসাধক আল্লাহ্‌ আছেন।


মাবুদ নিজের পরিচয় দিয়েছেন; তিনি বিচার সাধন করেছেন; নিজের কাজে নিজেই আবদ্ধ হয়েছে। [হিগায়োন। সেলা।]


আর আপনি বলছেন, আমি তাকে দেখতে পাই না; বিচার তাঁর সম্মুখে, তাঁর অপেক্ষা করুন।


তিনি থেৎলা নল ভাঙ্গবেন না; ধোঁয়াযুক্ত সল্‌তে নিভিয়ে ফেলবেন না; সত্যে তিনি ন্যায়বিচার প্রচলিত করবেন।


কিন্তু ধার্মিক তার নিজের পথে অগ্রসর হবে, যার হাত পাক-পবিত্র, সে উত্তরোত্তর প্রবল হবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন