গীত 93:4 - কিতাবুল মোকাদ্দস4 শক্তিশালী পানির কল্লোল-ধ্বনির চেয়ে, সমুদ্রের প্রবল তরঙ্গমালার চেয়ে, ঊর্ধ্বস্থ মাবুদ বলবান। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ4 মহাজলধির গর্জন থেকেও, সমুদ্রের উত্তাল ঢেউ থেকেও উচ্চে অবস্থিত সদাপ্রভু বলবান। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সুবিশাল জলরাশির গর্জনের চেয়ে, সমুদ্রের প্রবল তরঙ্গমালার চেয়েও ঊর্ধ্বে প্রতিষ্ঠিত প্রভু পরমেশ্বর অধিক শক্তিমান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 জলসমূহের কল্লোলধ্বনি অপেক্ষা, সমুদ্রের প্রবল তরঙ্গমালা অপেক্ষা, ঊর্দ্ধস্থ সদাপ্রভু বলবান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 সমুদ্রের উচ্চকিত ঢেউ প্রচণ্ড তীব্র ও গর্জনশীল। কিন্তু উর্দ্ধে অবস্থিত প্রভু তার থেকেও বেশী শক্তিশালী। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী4 জলসমূহের কল্লোল ধ্বনির থেকে, সমুদ্রের প্রবল তরঙ্গমালার থেকে, উর্ধস্থ সদাপ্রভুু বলবান। অধ্যায় দেখুন |