Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 92:9 - কিতাবুল মোকাদ্দস

9 কেননা, দেখ, তোমার দুশমনেরা, হে মাবুদ, দেখ, তোমার দুশমনেরা বিনষ্ট হবে; দুর্বৃত্তরা সকলে ছিন্নভিন্ন হবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 হে সদাপ্রভু, নিশ্চয় আমাদের শত্রুরা নিশ্চয়ই আমাদের শত্রুরা বিনষ্ট হবে; সব অনিষ্টকারী ছিন্নভিন্ন হবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 তোমার শত্রুরা হে প্রভু পরমেশ্বর, তোমার শত্রুরা হবে বিনষ্ট, অধর্মাচারীরা হবে বিক্ষিপ্ত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 কেননা, দেখ, তোমার শত্রুগণ, হে সদাপ্রভু, দেখ, তোমার শত্রুগণ বিনষ্ট হইবে; অধর্ম্মাচারীরা সকলে ছিন্নভিন্ন হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 প্রভু, আপনার সব শত্রু ধ্বংস হবে। সেই সব লোক যারা মন্দ কাজ করে, তারা ধ্বংস হবে।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 কারণ দেখ, তোমার শত্রুরা, হে সদাপ্রভুু, দেখ, তোমার শত্রুরা বিনষ্ট হবে; অধর্মচারীরা সকলে ছিন্ন ভিন্ন হবে।

অধ্যায় দেখুন কপি




গীত 92:9
21 ক্রস রেফারেন্স  

কিন্তু দুষ্টরা বিনষ্ট হবে, মাবুদের দুশমনেরা মাঠের সবুজ ঘাসের সৌন্দর্যের মতই; তারা অন্তর্হিত, ধোঁয়ার মত মিলিয়ে যাবে।


তুমিই রহবকে চূর্ণ করে হত ব্যক্তির সমান করেছ, তুমি নিজের বলবান বাহু দ্বারা তোমার দুশমনদেরকে ছিন্নভিন্ন করেছ।


লোকেরা তলোয়ারের আঘাতে মারা পড়বে এবং বন্দী হয়ে সকল জাতির মধ্যে নীত হবে; আর জাতিদের সময় সমপূর্ণ না হওয়া পর্যন্ত জেরুশালেম জাতিদের দ্বারা পদ-দলিত হবে।


এছাড়া, আমার এই যে দুশমনেরা ইচ্ছা করে নি যে, আমি তাদের উপরে রাজত্ব করি, তাদেরকে এই স্থানে আন, আর আমার সাক্ষাতে হত্যা কর।


তখন আমি তাদেরকে স্পষ্টই বলবো, আমি কখনও তোমাদেরকে চিনি না; হে দুর্বৃত্তরা, আমার কাছ থেকে দূর হও।


তোমার তৃতীয়াংশ লোক মহামারীতে মরবে, অথবা তোমার মধ্যে দুর্ভিক্ষ দ্বারা ক্ষয় পাবে; অপর তৃতীয়াংশ তোমার চারদিকে তলোয়ারের আঘাতে মারা পড়বে; এবং শেষ তৃতীয়াংশকে আমি সমস্ত বায়ুর দিকে উড়িয়ে দিয়ে তাদের পিছনে তলোয়ার কোষমুক্ত করবো।


লোকবৃন্দ প্রবল বন্যার মত গর্জন করবে, কিন্তু তিনি তাদেরকে ধম্‌ক দেবেন, তাতে তারা দূরে পালিয়ে যাবে এবং বায়ুর সম্মুখে পর্বতস্থ তুষের মত, কিংবা ঝড়ের সম্মুখে ঘূর্ণায়মান ধূলির মত বিতাড়িত হবে।


কেননা দেখ, যারা তোমা থেকে দূরে থাকে, তারা বিনষ্ট হবে; যেসব লোক তোমার প্রতি অবিশ্বস্ত হয়, সে সকলকে তুমি উচ্ছিন্ন করেছ।


তুমি নল-বনের বন্যপশুকে ভর্ৎসনা কর, জাতিদের বাছুরগুলোকে ও ষাঁড়গুলোকে ভর্ৎসনা কর; তারা প্রত্যেকে বিনীত হয়ে রূপার থান পায়ের তলায় রাখুক; যেসব জাতি যুদ্ধ ভালবাসে, তিনি তাদেরকে ছিন্নভিন্ন করলেন।


তুমি তাদেরকে হত্যা করো না, পাছে আমার লোকেরা ভুলে যায়; হে মালিক, আমাদের রক্ষাকারী ঢাল, তোমার শক্তিতে তাদেরকে ছড়িয়ে নিচে ফেল।


দুষ্টরা সেরকম নয়; কিন্তু তারা বায়ুচালিত তুষের মত।


হে মাবুদ, তোমার সমস্ত দুশমন এভাবে ধ্বংস হোক, কিন্তু তোমার প্রেমকারীরা সপ্রতাপে গমনকারী সূর্যের মত হোক। পরে চল্লিশ বছর দেশ নিষ্কণ্টক থাকলো।


আর মাবুদ তোমাকে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত জাতির মধ্যে ছিন্নভিন্ন করবেন; সেই স্থানে তুমি তোমার ও তোমার পূর্বপুরুষদের অজ্ঞাত অন্য দেবতাদের, কাঠ ও পাথরের, সেবা করবে।


আর সিন্দুকের অগ্রসর হবার সময়ে মূসা বলতেন, হে মাবুদ, উঠ, তোমার দুশমনেরা ছিন্নভিন্ন হোক, তোমার বিদ্বেষীরা তোমার সম্মুখ থেকে পালিয়ে যাক।


আর আমি তোমাদেরকে নানা জাতির মধ্যে ছিন্নভিন্ন করবো ও তোমাদের পিছনে তলোয়ার উম্মুক্ত করবো, তাতে তোমাদের সমস্ত দেশ ধ্বংসস্থান ও তোমাদের সমস্ত নগর উৎসন্ন হবে।


কেননা, হে মাবুদ, তুসি সমস্ত দুনিয়ার উপরে সর্বশক্তিমান, তুমি সমস্ত দেবতা থেকে অতিশয় উন্নত।


তুমি উঠবে, সিয়োনের প্রতি করুণা করবে; কারণ এখন তার প্রতি কৃপা করার সময়, কেননা নির্ধারিত কাল উপস্থিত হল।


তুমি পুরাকালে দুনিয়ার মূল স্থাপন করেছ, আসমানও তোমার হাতের রচনা।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন