Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 92:8 - কিতাবুল মোকাদ্দস

8 কিন্তু হে মাবুদ, তুমি অনন্তকাল ঊর্ধ্ববাসী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

8 কিন্তু তুমি, হে সদাপ্রভু, চিরকালের জন্য মহিমান্বিত।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমি শাশ্বত, সার্বভৌম ঈশ্বর!

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 কিন্তু, সদাপ্রভু, তুমি অনন্তকাল ঊর্দ্ধবাসী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 কিন্তু প্রভু, আপনি চিরদিনের জন্য সম্মানিত থাকবেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 কিন্তু সদাপ্রভুু, তুমি অনন্তকাল রাজত্বকারী।

অধ্যায় দেখুন কপি




গীত 92:8
13 ক্রস রেফারেন্স  

আর জানুক যে তুমি, যাঁর নাম মাবুদ, একা তুমি সমস্ত দুনিয়ার উপরে সর্বশক্তিমান।


সেই সময় বাদশাহ্‌ হেরোদ মণ্ডলীর কয়েক জনের প্রতি জুলুম করার জন্য হস্তক্ষেপ করলেন।


তুমি দেশে দরিদ্রের জুলুম, কিংবা বিচার ও ধার্মিকতার খণ্ডন দেখলে সেই ব্যাপারে চমৎকৃত হয়ো না, কেননা উচ্চপদস্থ লোকের চেয়ে উচ্চতর পদান্বিত এক জন রক্ষক আছেন; আবার যিনি উচ্চতম, তিনি উভয়ের কর্তা।


শক্তিশালী পানির কল্লোল-ধ্বনির চেয়ে, সমুদ্রের প্রবল তরঙ্গমালার চেয়ে, ঊর্ধ্বস্থ মাবুদ বলবান।


আমার গুপ্ত দুশমনেরা সমস্ত দিন আমাকে গ্রাস করতে চায়; কেননা অনেকে সদর্পে আমার বিরুদ্ধে যুদ্ধ করছে।


এখন আমি জানি সমস্ত দেবতা থেকে মাবুদ মহান; সেই বিষয়ে মহান, যে বিষয়ে ওরা এদের বিপক্ষে গর্ব করতো।


কেননা তারা ঘাসের মত শীঘ্র ছিন্ন হবে, সবুজ ঘাসের মত ম্লান হবে।


যতদিন আমি আল্লাহ্‌র পবিত্র স্থানে প্রবেশ না করলাম, ও তাদের শেষ ফল বিবেচনা না করলাম।


তুমি তাদেরকে পিচ্ছিল স্থানেই রাখছ, তাদেরকে বিনাশে ফেলে দিচ্ছ।


কিন্তু যারা নিজেদের বাঁকা পথ অনুসরণ করে, মাবুদ তাদেরকে দুর্বৃত্তদের সহপথিক করবেন। ইসরাইলের উপরে শান্তি বর্তুক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন