Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 92:6 - কিতাবুল মোকাদ্দস

6 নরপশু জানে না, নির্বোধ তা বোঝে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 অচেতন লোকেরা জানে না, মূর্খরা বুঝতে পারে না,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 কপটাচারীরা জানে না এ কথা, নির্বোধও বোঝে না যে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 নরপশু জানে না, নির্ব্বোধ ইহা বুঝে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 আপনার তুলনায় মানুষ এক্কেবারে নির্বোধ প্রাণী। আমরা সেই বোকাদের মত যারা কিছুই বুঝতে পারে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 নরপশু জানে না, নির্বোধ তা বোঝেনা।

অধ্যায় দেখুন কপি




গীত 92:6
18 ক্রস রেফারেন্স  

আমি মূর্খ ও অজ্ঞান, তোমার কাছে পশুর মত ছিলাম।


হে লোকদের মধ্যবর্তী নরপশুরা, বিবেচনা কর; হে নির্বোধেরা, কবে তোমাদের সুবুদ্ধি হবে?


‘অবোধেরা, কত দিন নির্বুদ্ধিতা ভালবাসবে? নিন্দুকেরা কত দিন নিন্দায় রত থাকবে? হীনবুদ্ধিরা, কত দিন জ্ঞানকে ঘৃণা করবে?


কারণ সে দেখে যে, জ্ঞানবানেরা মরে, হীনবুদ্ধি ও অসাড় অন্তরের লোক নির্বিশেষে বিনষ্ট হয়, তারা অন্যদের জন্য নিজেদের ধন রেখে যায়।


কিন্তু যারা রূহানিক নয় তারা আল্লাহ্‌র রূহের বিষয়গুলো গ্রহণ করে না, কেননা তার কাছে সেসব মূর্খতা; আর সেসব সে জানতে পারে না, কারণ তা রূহানিকভাবে বিচারিত হয়।


প্রত্যেক মানুষ পশুর মত হয়েছে, সে জ্ঞানহীন; প্রত্যেক স্বর্ণকার তার মূর্তি দ্বারা লজ্জিত হয়। কারণ তার ছাঁচে ঢালা বস্তু, মিথ্যামাত্র, তার মধ্যে শ্বাসবায়ু নেই।


মূর্খের জন্য প্রজ্ঞা অতি উঁচু; সে নগর-দ্বারে মুখ খোলে না।


কিন্তু আল্লাহ্‌ তাকে বললেন, হে নির্বোধ, আজ রাতেই তোমার প্রাণ তোমার কাছ থেকে দাবি করে নেওয়া যাবে, তবে তুমি এই যে আয়োজন করলে, এসব কার হবে?


গরু তার মালিককে জানে, গাধা তার মালিকের যাবপাত্র চেনে, কিন্তু ইসরাইল জানে না, আমার লোকেরা বিবেচনা করে না।


সত্যি, আমি মানুষের মধ্যে সবচেয়ে মূর্খ, মানুষের বিবেচনা আমার নেই।


তোমরা ঘোড়া ও খচ্চরের মত হয়ো না, যাদের বুদ্ধি নেই; বল্‌গা ও লাগাম পরিয়ে তাদেরকে দমন করতে হয়, নতুবা তারা তোমার কাছে আসবে না।


মূঢ় মনে মনে বলেছে, “আল্লাহ্‌ নেই”। তারা নষ্ট, তারা ঘৃণার কাজ করেছে; সৎকর্ম করে এমন কেউই নেই।


আমি গর্বিত লোকদের বললাম, গর্ব করো না; দুষ্ট লোকদের বললাম, শিং উঁচু কোরো না।


হে মাবুদ, তোমার নির্মিত বস্তু কেমন বহুবিধ! তুমি প্রজ্ঞা দ্বারা সেই সমস্ত নির্মাণ করেছ; দুনিয়া তোমার সম্পত্তিতে পরিপূর্ণ।


আমি তোমার প্রশংসা করবো, কেননা আমি ভয়াবহরূপে ও আশ্চর্যরূপে নির্মিত; তোমার সমস্ত কাজ আশ্চর্য, তা আমার প্রাণ বিলক্ষণ জানে।


এও বাহিনীগণের মাবুদ থেকে হয়; তিনি মন্ত্রণাতে আশ্চর্য ও বুদ্ধিকৌশলে মহান।


কারণ ভূতল থেকে আসমান যত উঁচু, তোমাদের পথ থেকে আমার পথ ও তোমাদের সঙ্কল্প থেকে আমার সঙ্কল্প ততটাই উঁচু।


তুমি মন্ত্রণায় মহান ও কর্মে শক্তিমান; প্রত্যেককে তার নিজ নিজ পথ অনুসারে ও নিজ নিজ কাজ অনুসারে সমূচিত ফল দেবার জন্য তাদের সমস্ত পথের প্রতি তোমার চোখ খোলা রয়েছে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন