Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 92:2 - কিতাবুল মোকাদ্দস

2 খুব ভোরে তোমার অটল মহব্বত, ও প্রতিরাত্রে তোমার বিশ্বস্ততা তবলিগ করা উত্তম,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 দশ-তারের সুরবাহার এবং বীণার সুর সহযোগে

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 প্রতি প্রভাতে তোমার অবিচল প্রেমের কথা, ও নিশীথে তোমার সত্যময়তার কথা ঘোষণা করা ভাল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 প্রাতঃকালে তোমার দয়া, ও প্রতিরাত্রে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 প্রাতঃকালে আপনার প্রেমের গান এবং নিশাকালে আপনার বিশ্বস্ততার গান গাওয়াই ভালো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 ভোরেরবেলা তোমার চুক্তির বিশ্বস্ততা ঘোষণা করা ও প্রতি রাতে তোমার বিশস্ততা প্রচার করা উত্তম,

অধ্যায় দেখুন কপি




গীত 92:2
14 ক্রস রেফারেন্স  

কারণ শরীয়ত মূসার মধ্য দিয়ে দেওয়া হয়েছিল, রহমত ও সত্য ঈসা মসীহের মধ্য দিয়ে উপস্থিত হয়েছে।


আমি মাবুদের নানা রকম অটল মহব্বত ঘোষণা করবো; মাবুদ আমাদের যেসব করুণা করেছেন এবং তাঁর নানা রকম বিশ্বস্ততার মহব্বত অনুসারে ইসরাইল-কুলের যে প্রচুর মঙ্গল করেছেন, সেই অনুসারে আমি মাবুদের প্রশংসা করবো।


মাবুদ দিনে তাঁর অটল মহব্বতকে হুকুম করবেন, রাতে তাঁর স্তোত্র আমার সঙ্গী হবে, আমার জীবনদায়ী আল্লাহ্‌র কাছে মুনাজাত করবো।


কিন্তু মাঝ রাতে পৌল ও সীল আল্লাহ্‌র উদ্দেশে মুনাজাত এবং প্রশংসা-কাওয়ালী করছিলেন এবং বন্দীরা তাঁদের গান কান পেতে শুনছিল।


আমার মুখ তোমার ধর্মশীলতা বর্ণনা করবে, তোমার উদ্ধার-কাজের কথা সমস্ত দিন বর্ণনা করবে, কেননা আমি তার সংখ্যা জানি না।


প্রতিদিন আমি তোমার শুকরিয়া আদায় করবো, যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করবো।


কিন্তু কেউ বলে না, আমার নির্মাতা আল্লাহ্‌ কোথায়? তিনি তো রাতের বেলায় শক্তি দান করেন।


সঙ্কটের দিনে আমি প্রভুর খোঁজ করলাম; রাতের বেলায় আমার হাত প্রসারিত থাকলো, সঙ্কুচিত হল না; আমার প্রাণ প্রবোধ মানল না।


আর দাউদ ও সেনাপতিরা সেবাকর্মের জন্য আসফ, হেমন ও যিদূথূনের কয়েকটি সন্তানকে পৃথক করে বীণা, নেবল ও করতাল সহযোগে ভাবোক্তি গান করার ভার দিলেন। তাদের সেবা-কর্মানুসারে কর্মকারীদের সংখ্যা ছিল:


যখন আমার দুশমনেরা ফিরে যায়, তখন তোমার সাক্ষাতে উচোট খায় ও বিনষ্ট হয়।


আমি রহম ও ন্যায়বিচারের বিষয় গাইব; হে মাবুদ, তোমারই প্রশংসা গান করবো।


মাবুদের প্রশংসা হোক! কেননা আমাদের আল্লাহ্‌র প্রশংসা-গান করা উত্তম; তা মনোহর ও প্রশংসার উপযুক্ত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন