Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 91:16 - কিতাবুল মোকাদ্দস

16 আমি দীর্ঘ আয়ু দিয়ে তাকে তৃপ্ত করবো, আমার নাজাত তাকে দেখাব।’

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

16 দীর্ঘ জীবন দিয়ে আমি তাকে তৃপ্ত করব আর আমার পরিত্রাণ তাকে দেখাব।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 আমি পরিতৃপ্ত করব তাকে দীর্ঘায়ু দিয়ে, দেখাব তাকে আমার পরিত্রাণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব।’

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেবো। আমি ওদের রক্ষা করবো।”

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 আমি দীর্ঘ আয়ু দিয়ে তাকে তৃপ্ত করব, আমার পরিত্রান তাকে দেখাব।

অধ্যায় দেখুন কপি




গীত 91:16
14 ক্রস রেফারেন্স  

কারণ তাতে তুমি আয়ুর দীর্ঘতা, জীবনের অতিরিক্ত বছর এবং শান্তি পাবে।


তার ডান হাতে দীর্ঘ পরমায়ু, তার বাম হাতে ধন ও সম্মান থাকে।


তিনি তোমার কাছে জীবন প্রার্থনা করেছিলেন, তুমি তাঁকে অনন্তকাল স্থায়ী দীর্ঘ পরমায়ু দিয়েছ।


যে ব্যক্তি উৎসর্গ হিসেবে আমার কাছে শুকরিয়া নিয়ে আসে, সেই আমার গৌরব করে; যে ব্যক্তি নিজের পথ সরল করে, তাকে আমি আল্লাহ্‌র উদ্ধার দেখাব।


যেন তোমার আল্লাহ্‌ মাবুদকে ভয় করে তুমি, তোমার পুত্র ও তোমার পৌত্রাদি সারা জীবন আমার নির্দেশিত তাঁর এই হুকুম ও সমস্ত নির্দেশ পালন কর, এভাবে যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়।


যেমন যথাসময়ে শস্যের আটি তুলে নেওয়া যায়, তেমনি তুমি সমপূর্ণ আয়ু পেয়ে কবর পাবে।


কেননা আমার নয়নযুগল তোমার নাজাত দেখতে পেল,


নম্রতা ও মাবুদের ভয়ের পুরস্কার হল ধন, সম্মান ও জীবন।


কিন্তু ইসরাইল মাবুদ কর্তৃক অনন্তকালস্থায়ী উদ্ধার পেয়েছে; তোমরা অনন্তকালেও কখনও লজ্জিত বা বিষণ্ন হবে না।


তুমি আমাকে জীবনের পথ জানাবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার ডান হাতে নিত্য সুখভোগ।


পরে ইব্রাহিম বৃদ্ধ ও পূর্ণ আয়ু লাভ করে শুভ বৃদ্ধাবস্থায় প্রাণত্যাগ করে আপন লোকদের কাছে গৃহীত হলেন।


এবং সমস্ত দুনিয়া আল্লাহ্‌র নাজাত দেখতে পাবে।”


মাবুদের ভয় আয়ু বৃদ্ধি করে; কিন্তু দুষ্টদের বছর-সংখ্যা হ্রাস পাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন