Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 90:14 - কিতাবুল মোকাদ্দস

14 খুব ভোরে আমাদেরকে তোমার অটল মহব্বতে তৃপ্ত কর, যেন আমরা সারা জীবন আনন্দ ও আহ্লাদ করি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

14 সকালে তোমার অবিচল প্রেম দিয়ে আমাদের তৃপ্ত করো, যেন আমরা আনন্দের গান করতে পারি আর জীবনের সব দিন খুশি হতে পারি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

14 তোমার অবিচল প্রেমে আমাদের পূর্ণ কর প্রতি প্রত্যুষে, যেন আনন্দে মুখর হই সারাটি জীবন মুখরিত হই তোমারই বন্দনাগানে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

14 প্রত্যূষে আমাদিগকে তোমার দয়াতে তৃপ্ত কর, যেন আমরা যাবজ্জীবন আনন্দ ও আহ্লাদ করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

14 প্রত্যেক প্রভাতে আপনার প্রেমে আমাদের ভরিয়ে দিন। আমাদের সুখী হতে দিন, এ জীবনকে উপভোগ করতে দিন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

14 ভোরে আমাদেরকে তোমার দয়াতে তৃপ্ত কর, যেন আমরা সারাজীবন আনন্দ ও আহ্লাদ করি।

অধ্যায় দেখুন কপি




গীত 90:14
13 ক্রস রেফারেন্স  

কেবল মঙ্গল ও করুণাই আমার জীবনের সমস্ত দিন আমার অনুচর হবে, আর আমি মাবুদের গৃহে চিরদিন বসতি করবো।


নিজের গোলামের প্রাণ আনন্দিত কর, কেননা, হে মালিক, আমি তোমার উদ্দেশে আমার প্রাণ কোরবানী করি।


তুমিই কি আবার আমাদের সঞ্জীবিত করবে না, যেন তোমার লোকেরা তোমাতে আনন্দ করে?


আমি তোমার অটল মহব্বতে উল্লাস ও আনন্দ করবো, কেননা তুমি আমার দুঃখ দেখেছ, তুমি দুর্দশাকালে আমার প্রাণের তত্ত্ব নিয়েছ।


তোমরা প্রভুতে সব সময় আনন্দ কর; পুনরায় বলবো, আনন্দ কর।


ইসরাইল তাঁর নির্মাণকর্তাতে আনন্দ করুক, সিয়োন-সন্তানেরা নিজেদের বাদশাহ্‌তে উল্লসিত হোক।


সুখী সেই, যাকে তুমি মনোনীত করে কাছে আন, সে তোমার প্রাঙ্গণে বাস করবে; আমরা পরিতৃপ্ত হব তোমার গৃহের উত্তম দ্রব্যে, তোমরা পবিত্র বায়তুল-মোকাদ্দসের উত্তম দ্রব্যে।


আঃ! তাদের কেমন মঙ্গল ও কেমন শোভা! শস্য যুবকদেরকে ও নতুন আঙ্গুর-রস যুবতীদেরকে সতেজ করবে।


মাবুদ এই কথা বলেন, রামায় আওয়াজ শোনা যাচ্ছে, হাহাকার ও ভীষণ কান্নাকাটি হচ্ছে! রাহেলা তার সন্তানদের জন্য কাঁদছে, সে তার সন্তানদের বিষয়ে প্রবোধ কথা মানে না, কেননা তারা নেই।


প্রাতে আমাকে তোমার অটল মহব্বতের কালাম শোনাও, কেননা তোমাতে আমি নির্ভর করছি; আমার গন্তব্য পথ আমাকে জানাও, কেননা আমি তোমার দিকে নিজের প্রাণ উত্তোলন করি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন