Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 89:6 - কিতাবুল মোকাদ্দস

6 কেননা আসমানে মাবুদের সঙ্গে কে তুলনীয় হতে পারে? বীর-পুত্রদের মধ্যেই বা কে মাবুদের মত?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

6 কারণ, হে সদাপ্রভু, আকাশের কার সঙ্গে তোমার তুলনা হয়? স্বর্গীয় সব সত্তার মধ্যে কে সদাপ্রভুর তুল্য?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 হে প্রভু পরমেশ্বর, ঊর্ধ্বলোকে দিব্যলোকবাসীদের মাঝে কে আছে তোমার তুল্য?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 কেননা আকাশে সদাপ্রভুর সহিত কে উপমা ধরিতে পারে? বীর-পুত্রদের মধ্যেই বা কে সদাপ্রভুর তুল্য?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 স্বর্গে প্রভুর সমকক্ষ কেউ নেই। অন্য কোন “দেবতার” সঙ্গে প্রভুকে তুলনা করা চলে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

6 কারণ আকাশে সদাপ্রভুুর সঙ্গে কার তুলনা করা যেতে পারে? দেবতাদের পুত্রদের মধ্যেই বা কে সদাপ্রভুুর সমান?

অধ্যায় দেখুন কপি




গীত 89:6
10 ক্রস রেফারেন্স  

হে মালিক, দেবতাদের মধ্যে তোমার মত কেউই নেই, তোমার কাজের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।


হে আল্লাহ্‌, তোমার ধর্মশীলতা আসমান পর্যন্ত ব্যাপ্ত; তুমিই মহৎ মহৎ কাজ করেছ; হে আল্লাহ্‌, তোমার মত আর কে আছে?


হে মাবুদ, তোমার মত আর কেউই নেই; তুমি মহান, তোমার নাম ও পরাক্রমে মহৎ।


কে আমাদের আল্লাহ্‌ মাবুদের মত? তিনি ঊর্ধ্বে সমাসীন;


হে বেহেশতী সত্তাগুলো, মাবুদের গৌরব ঘোষণা কর; মাবুদের গৌরব ও পরাক্রমের ঘোষণা কর।


হে মাবুদ, দেবতাদের মধ্যে কে তোমার মত? কে তোমার মত পবিত্রতায় আদরণীয়, প্রশংসায় বিস্ময়কর, আশ্চর্য ক্রিয়াকারী?


বেহেশতে আমার কে আছে? দুনিয়াতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নেই।


হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌! হে মাবুদ, তোমার মত বিক্রমী কে? আর তোমার বিশ্বস্ততা তোমার চারদিকে বিদ্যমান।


হে শক্তিশালী লোক, তুমি কেন অনিষ্ট কাজের গর্ব করছো? আল্লাহ্‌র রহম নিত্যস্থায়ী।


হে মাবুদ, আমার আল্লাহ্‌, তুমিই প্রচুর পরিমাণে সাধন করেছ আমাদের পক্ষে তোমার অলৌকিক সমস্ত কাজ ও তোমার সমস্ত সঙ্কল্প; তোমার মত কেউ নেই; আমি সেগুলো বলতাম ও বর্ণনা করতাম, কিন্তু সেগুলো গণনা করা যায় না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন