গীত 89:2 - কিতাবুল মোকাদ্দস2 আমি ঘোষণা করি, তোমার অটল মহব্বত চিরতরে সংস্থাপিত হবে, তোমার বিশ্বস্ততাকে বেহেশতেই তুমি সংস্থাপন করেছ। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ2 আমি ঘোষণা করব যে তোমার প্রেম চিরকাল সুদৃঢ়, তোমার বিশ্বস্ততা তুমি স্বর্গে প্রতিষ্ঠা করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তোমার করুণা অনন্তকাল স্থায়ী চিরস্থায়ী আকাশের মত বিশ্বস্ততা তোমার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 কারণ আমি বলিয়াছি, দয়া চিরতরে সংগ্রথিত হইবে, তুমি আপন বিশ্বস্ততাকে স্বর্গেই সংস্থাপন করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 প্রভু, আমি সত্যিই বিশ্বাস করি যে আপনার ভালোবাসা চিরন্তন! আপনার বিশ্বস্ততা আকাশের মত থেকে যায়! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী2 কারণ আমি বলেছি, “নিয়মের বিশ্বস্ততা চিরদিনের র জন্য স্থাপিত হয়েছে, তুমি তোমার বিশ্বস্ততাকে স্বর্গে স্থাপন করেছ।” অধ্যায় দেখুন |
আর তারা কথা শুনতে অস্বীকার করলো এবং তুমি তাদের মধ্যে যেসব অদ্ভুত কাজ করেছিলে, তা স্মরণে রাখল না, কিন্তু স্ব স্ব ঘাড় শক্ত করলো, গোলামীত্বে ফিরে যাবার জন্য বিদ্রোহী হয়ে এক জন সেনাপতিকে নিযুক্ত করলো; কিন্তু তুমি ক্ষমাবান আল্লাহ্, কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও অটল মহব্বতে মহান, তাই তাদেরকে ত্যাগ করলে না।