গীত 88:13 - কিতাবুল মোকাদ্দস13 কিন্তু, হে মাবুদ, আমি তোমার উদ্দেশে আর্তনাদ করেছি, প্রাতে আমার মুনাজাত তোমার সম্মুখবর্তী হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ13 হে সদাপ্রভু আমি তোমার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি; সকালে আমার প্রার্থনা তোমার সামনে রাখি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 হে প্রভু পরমেশ্বর, তোমারই কাছে সাহায্যের জন্য আমি আর্তি জানাই, প্রতি প্রভাতে জানাই বিনতি তোমার কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কিন্তু, হে সদাপ্রভু, আমি তোমার উদ্দেশে আর্ত্তনাদ করিয়াছি, প্রাতে আমার প্রার্থনা তোমার সম্মুখবর্ত্তী হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 প্রভু, আমাকে সাহায্য করার জন্য আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি! প্রত্যেকদিন উষাকালে আমি আপনার কাছে প্রার্থনা করি। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 কিন্তু, হে সদাপ্রভুু, আমি তোমার কাছে আর্তনাদ করি, সকালে আমার প্রার্থনা তোমার সামনে উপস্থিত হয়। অধ্যায় দেখুন |