Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 86:8 - কিতাবুল মোকাদ্দস

8 হে মালিক, দেবতাদের মধ্যে তোমার মত কেউই নেই, তোমার কাজের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

8 হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মতো আর কেউ নেই; তোমার কর্মসকলের সঙ্গে কারও তুলনা হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

8 হে প্রভু পরমেশ্বর, দেবগণের মধ্যে তোমার সমকক্ষ কেউ নেই, অতুলনীয় তোমার মহান কীর্তিরাজি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

8 হে প্রভু, দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই, তোমার কর্ম্ম সকলের তুল্য কিছুই নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

8 ঈশ্বর, আপনার মত কেউই নেই। আপনি যা করেছেন তা আর কেউ করতে পারবে না।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

8 হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মতন কেউই নেই, তোমার কাজের তুল্য আর কোনো কাজ নেই।

অধ্যায় দেখুন কপি




গীত 86:8
16 ক্রস রেফারেন্স  

হে মাবুদ, দেবতাদের মধ্যে কে তোমার মত? কে তোমার মত পবিত্রতায় আদরণীয়, প্রশংসায় বিস্ময়কর, আশ্চর্য ক্রিয়াকারী?


হে সার্বভৌম মাবুদ, তুমি নিজের গোলামের কাছে নিজের মহিমা ও শক্তিশালী হাত প্রকাশ করতে আরম্ভ করলে; বেহেশতে বা দুনিয়াতে এমন আল্লাহ্‌ আর কে আছে যে তোমার কাজের মত কাজ ও তোমার বিক্রমী কাজের মত কাজ করতে পারে?


কেননা আসমানে মাবুদের সঙ্গে কে তুলনীয় হতে পারে? বীর-পুত্রদের মধ্যেই বা কে মাবুদের মত?


অতএব আমি এই নিয়ম স্থাপন করছি, সকল দেশের লোক, জাতি ও ভাষাবিদদের মধ্যে যে কেউ শদ্রকের, মৈশকের ও অবেদ্‌-নগোর আল্লাহ্‌র বিরুদ্ধে কোন ভ্রান্তির কথা বলবে, সে খণ্ড-বিখণ্ড হবে এবং তার বাড়ি ধ্বংসস্তুপ করা যাবে; কেননা এই রকম উদ্ধার করতে সমর্থ আর কোন দেবতা নেই।


হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌! হে মাবুদ, তোমার মত বিক্রমী কে? আর তোমার বিশ্বস্ততা তোমার চারদিকে বিদ্যমান।


যিনি ইয়াকুবের অধিকার, তিনি সেরকম নন; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী এবং ইসরাইল তাঁর অধিকাররূপ বংশ; তাঁর নাম বাহিনীগণের মাবুদ!


অতএব তোমরা কার সঙ্গে আমার উপমা দেবে যে আমি তার মত হব? এই কথা পবিত্রতম বলেন।


কিংবা তোমাদের আল্লাহ্‌ মাবুদ মিসরে তোমাদের সাক্ষাতে যেসব কাজ করেছেন, আল্লাহ্‌ কি সেই অনুসারে গিয়ে পরীক্ষাসিদ্ধ প্রমাণ, চিহ্ন, অদ্ভুত লক্ষণ, যুদ্ধ, শক্তিশালী হাত, বাড়িয়ে দেওয়া বাহু ও ভয়ঙ্কর মহৎ মহৎ কাজ দ্বারা অন্য জাতির মধ্য থেকে নিজের জন্য এক জাতি গ্রহণ করতে চেষ্টা করেছেন?


তবে তোমরা কার সঙ্গে আল্লাহ্‌র তুলনা করবে? তাঁর সঙ্গে তুলনীয় কি রকম মূর্তি উপস্থিত করবে?


যিনি একা মহৎ মহৎ অলৌকিক কাজ করেন; —তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী—


তাতে হারুন মিসরের সমস্ত পানির উপরে তাঁর হাত বাড়িয়ে দিলে পর ব্যাঙেরা উঠে এসে মিসর দেশ ছেয়ে ফেললো।


দেখুন, আমি আমার আল্লাহ্‌ মাবুদের নামের উদ্দেশে একটি গৃহ নির্মাণ করতে উদ্যত হয়েছি; তাঁর সম্মুখে সুগন্ধি দ্রব্য জ্বালাবার জন্য, নিত্য দর্শন-রুটির জন্য এবং প্রতি প্রাতে ও সন্ধ্যাবেলা, বিশ্রামবারে, অমাবস্যায় ও আমাদের আল্লাহ্‌ মাবুদের সকল ঈদে পোড়ানো-কোরবানী জন্য তা পবিত্র করবো। এসব কাজ ইসরাইলের নিত্য কর্তব্য।


আল্লাহ্‌ পবিত্রগণের সভাতে প্রবল পরাক্রমশালী, তাঁর চারদিকের সকলের উপরে ভয়াবহ।


কেননা মাবুদ মহান আল্লাহ্‌, তিনি সমুদয় দেবতার উপরে মহান বাদশাহ্‌।


আমি তো জানি, মাবুদ মহান, আমাদের প্রভু সমস্ত দেবতার চেয়ে মহান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন