Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 86:12 - কিতাবুল মোকাদ্দস

12 হে মালিক, আমার আল্লাহ্‌, আমি সর্বান্তঃকরণে তোমার প্রশংসা করবো, আমি চিরকাল তোমার নামের গৌরব করবো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

12 হে প্রভু আমার ঈশ্বর, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করব; চিরদিন আমি তোমার নামের মহিমা করব।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 হে আমার আরাধ্য ঈশ্বর, প্রভু পরমেশ্বর, আমার অন্তরের অন্তঃস্থলে উচ্চারিত হবে তোমার স্তব, চিরকাল আমি করব তোমার মহিমা কীর্তন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 হে প্রভু, আমার ঈশ্বর, আমি সর্ব্বান্তঃকরণে তোমার স্তব করিব, আমি চিরকাল তোমার নামের গৌরব করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 ঈশ্বর, প্রভু আমার, আমার সকল অন্তর দিয়ে আমি আপনার প্রশংসা করি। চিরদিন আমি আপনার নামের সম্মান করবো!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

12 হে প্রভু আমার ঈশ্বর, আমি সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমার স্তব করব, আমি চিরকাল তোমার নামের গৌরব করব।

অধ্যায় দেখুন কপি




গীত 86:12
19 ক্রস রেফারেন্স  

আর তুমি তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার আল্লাহ্‌ মাবুদকে মহব্বত করবে।


যেন তোমরা একচিত্তে এক মুখে আমাদের ঈসা মসীহের আল্লাহ্‌র ও পিতার গৌরব কর।


আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা তোমাদের ক্রয় করা হয়েছ। অতএব তোমাদের দেহে আল্লাহ্‌র গৌরব কর।


জবুর শরীফের গজল, প্রশংসা-সংগীত ও রূহানিক কাওয়ালীর মধ্য দিয়ে পরস্পর আলাপ কর; নিজ নিজ অন্তঃকরণে বাদ্যের ঝঙ্কারে প্রভুর উদ্দেশে সঙ্গীত কর;


অতএব তোমরা ভোজন, বা পান, বা যা কিছু কর, সকলই আল্লাহ্‌র গৌরবার্থে কর।


আর সেদিন তুমি বলবে, হে মাবুদ, আমি তোমার প্রশংসা-গজল করবো; কেননা তুমি আমার প্রতি ক্রুদ্ধ ছিলে, কিন্তু তোমার ক্রোধ নিবৃত্ত হয়েছে, আর তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ।


আমি সারা জীবন মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব; আমি যতকাল বেঁচে থাকি, আমার আল্লাহ্‌র প্রশংসা গজল গাইব।


আমি সর্বান্তঃকরণে মাবুদের শুকরিয়া আদায় করবো, তোমার সমস্ত অলৌকিক কাজ বর্ণনা করবো।


আর এখন, হে আমাদের আল্লাহ্‌, আমরা তোমার প্রশংসা করছি, তোমার গৌরবান্বিত নামের প্রশংসা করছি।


আমি সর্বসমক্ষে মাবুদের শুকরিয়া আদায় করবো; তাঁর প্রশংসা নিরন্তর আমার মুখে থাকবে।


পরে দাউদ সমস্ত সমাজকে বললেন, এখন তোমরা তোমাদের আল্লাহ্‌ মাবুদের শুকরিয়া আদায় কর। তাতে সমস্ত সমাজ তাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদের প্রশংসা করলো এবং মাথা নত করে মাবুদ ও বাদশাহ্‌কে সালাম করলো।


পরে পথে যেতে যেতে তাঁরা কোন এক স্থানে উপস্থিত হলেন যেখানে পানি ছিল। তখন নপুংসক বললেন, এই দেখুন, এখানে পানি আছে; আমার বাপ্তিস্ম নেবার বাধা কি?


আমি তোমাতে আনন্দ ও উল্লাস করবো; হে সর্বশক্তিমান, আমি তোমার নামের প্রশংসা গাইব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন