গীত 85:7 - কিতাবুল মোকাদ্দস7 হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাদেরকে দেখাও, আর তোমার উদ্ধার আমাদের প্রদান কর। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ7 হে সদাপ্রভু, তোমার অবিচল প্রেম আমাদের দেখাও, এবং তোমার পরিত্রাণ আমাদের প্রদান করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 হে প্রভু, দাও আমাদের অসীম প্রেমের পরিচয়, দাও আমাদের তোমার পরিত্রাণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 হে সদাপ্রভু, তোমার দয়া আমাদিগকে দেখাও, আর তোমার পরিত্রাণ আমাদিগকে প্রদান কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 প্রভু আমাদের রক্ষা করুন এবং আপনি যে আমাদের ভালোবাসেন তা প্রদর্শন করুন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 হে সদাপ্রভুু, তোমার বিশ্বস্ততার নিয়ম আমাদেরকে দেখাও, আর তোমার পরিত্রান আমাদেরকে দান কর। অধ্যায় দেখুন |
এই স্থানে পুনর্বার আমোদের আওয়াজ ও আনন্দের আওয়াজ, বর ও কন্যার কণ্ঠস্বর শোনা যাবে; এবং তাদেরও কণ্ঠস্বর শোনা যাবে, যারা বলে, ‘বাহিনীগণের মাবুদের প্রশংসা কর, কেননা মাবুদ মঙ্গলস্বরূপ, তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী,’ আর যারা মাবুদের গৃহে প্রশংসা-গজলরূপ উপহার আনয়ন করে। কেননা আগেকার দিনের মত আমি এই দেশের বন্দীদশা ফিরাব, মাবুদ এই কথা বলেন।