Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 84:9 - কিতাবুল মোকাদ্দস

9 দেখ, হে আল্লাহ্‌, আমাদের ঢাল, দৃষ্টিপাত কর তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

9 দেখো, হে ঈশ্বর, আমাদের ঢাল; তোমার অভিষিক্ত-জনের প্রতি অনুগ্রহের দৃষ্টিতে দেখো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 হে ঈশ্বর, দৃষ্টিপাত কর আমাদের ঢালস্বরূপ রাজার প্রতি, যাঁকে তুমি অভিষিক্ত করেছ, কৃপা কর তাঁকে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 দেখ, হে ঈশ্বর, আমাদের ঢাল, দৃষ্টিপাত কর তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 হে ঈশ্বর, আমাদের রক্ষাকর্তাকে সুরক্ষা দিন। আপনার মনোনীত রাজার প্রতি সদয় হোন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

9 দেখ হে ঈশ্বর আমাদের ঢাল, দেখ তোমার অভিষিক্তের মুখের প্রতি।

অধ্যায় দেখুন কপি




গীত 84:9
16 ক্রস রেফারেন্স  

দুনিয়ার বাদশাহ্‌রা দণ্ডায়মান হয়, শাসনকর্তারা একসঙ্গে মন্ত্রণা করে, মাবুদের বিরুদ্ধে এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে;


ঐ ঘটনার পরে দর্শনের মধ্য দিয়ে মাবুদের কালাম ইব্রামের কাছে নাজেল হল। মাবুদ বললেন, ইব্রাম, ভয় করো না, আমিই তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার।


আমি সেখানে দাউদের জন্য একটি শৃঙ্গ নির্মাণ করবো; আমি আমার অভিষিক্ত ব্যক্তির জন্য একটি প্রদীপ সাজিয়েছি।


তোমরা মাবুদের উদ্দেশে নতুন গজল গাও, কেননা তিনি অনেক অলৌকিক কাজ করেছেন; তাঁর ডান হাত ও তাঁর পবিত্র বাহু তাঁর পক্ষে বিজয় সাধন করেছে।


আমার গোলাম দাউদকেই পেয়েছি, আমার পবিত্র তেলে তাকে অভিষিক্ত করেছি।


কারণ মাবুদ আল্লাহ্‌ সূর্য ও ঢাল; মাবুদ রহমত ও মহিমা প্রদান করেন; যারা সৎ পথে চলে, তিনি তাদের মঙ্গল করতে অস্বীকার করবেন না।


কেননা সত্যিই তোমার পবিত্র গোলাম ঈসা, যাঁকে তুমি অভিষিক্ত করেছ, তাঁর বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পীলাত জাতিদের ও ইসরাইল লোকদের সঙ্গে এই নগরে একত্র হয়েছিল,


তুমি তাদেরকে হত্যা করো না, পাছে আমার লোকেরা ভুলে যায়; হে মালিক, আমাদের রক্ষাকারী ঢাল, তোমার শক্তিতে তাদেরকে ছড়িয়ে নিচে ফেল।


কিন্তু, হে মাবুদ, তুমিই আমার বেষ্টনকারী ঢাল, আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী।


আমিই আমার বাদশাহ্‌কে স্থাপন করেছি আমার পবিত্র সিয়োন পর্বতে।


হে মাবুদ আল্লাহ্‌, তুমি তোমার অভিষিক্ত লোকের মুখ ফিরিয়ে দিও না তোমার গোলাম দাউদের প্রতি কৃত অটল মহব্বত স্মরণ কর।


দাউদের শেষ বাণী এই: ইয়াসির পুত্র দাউদের দৈববাণী, আল্লাহ্‌ যাঁকে উঁচুতে তুলে ধরেছেন তাঁর দৈববাণী, যিনি ইয়াকুবের আল্লাহ্‌ কর্তৃক অভিষিক্ত, যিনি ইসরাইলের মধুর গায়ক তিনি বলছেন,


পরে তাঁরা আসলে তিনি ইলীয়াবের প্রতি দৃষ্টিপাত করে মনে মনে বললেন, অবশ্যই মাবুদের অভিষিক্ত ব্যক্তি তাঁর সম্মুখে।


মাবুদের সঙ্গে বিবাদকারীরা চুরমার হয়ে যাবে; তিনি বেহেশতে থেকে তাদের উপরে বজ্রনাদ করবেন; মাবুদ দুনিয়ার প্রান্ত পর্যন্ত শাসন করবেন, তিনি তাঁর বাদশাহ্‌কে বল দেবেন, তাঁর অভিষিক্ত ব্যক্তির মাথা উন্নত করবেন।


হে ইসরাইল! সুখী তুমি, তোমার মত কে আছে? তুমি মাবুদ কর্তৃক উদ্ধার পাওয়া জাতি, তিনি তোমার সাহায্যের ঢাল, তোমার ঔৎকর্ষের তলোয়ার। তোমার দুশমনেরা তোমার কর্তৃত্ব স্বীকার করবে, আর তুমিই তাদের সমস্ত উচ্চস্থলী দলন করবে।


হে মাবুদ, ন্যায় আবেদন শোন, আমার কাতরোক্তিতে মনোযোগ দাও, আমার মুনাজাতে কান দাও; তা ছলনার ওষ্ঠাধর থেকে বের হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন