Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 82:3 - কিতাবুল মোকাদ্দস

3 দীনহীন ও এতিম লোকদের বিচার কর; দুঃখী ও নিপীড়িতদের প্রতি মত ব্যবহার কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 যারা দুর্বল আর অনাথ তাদের প্রতি তুমি সুবিচার করো, যারা দরিদ্র আর পীড়িত তাদের অধিকার রক্ষা করো।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 দীনদরিদ্র ও পিতৃহীনদের সুবিচার কর নিপীড়িত ও দুঃস্থদের ন্যায্য অধিকার কর প্রতিষ্ঠা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 দীনহীন ও পিতৃহীন লোকদের বিচার কর; দুঃখী ও অকিঞ্চনদের প্রতি ন্যায় ব্যবহার কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 “দরিদ্র লোকদের এবং অনাথদের বিচার কর। ওই সব দরিদ্র লোকদের অধিকারকে রক্ষা কর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 দরিদ্র ও পিতৃহীনদের বিচার কর; দুঃখী ও নিঃস্ব লোকদের প্রতি ন্যায় ব্যবহার কর।

অধ্যায় দেখুন কপি




গীত 82:3
16 ক্রস রেফারেন্স  

এতিম ও নির্যাতিত লোকদের বিচার করার জন্য, যেন মাটির সৃষ্ট মানুষ আর দুর্দান্ত না থাকে।


দুঃখ-কষ্টের সময়ে এতিমদের ও বিধবাদের তত্ত্বাবধান করা এবং সংসার থেকে নিজেকে নিষ্কলঙ্করূপে রক্ষা করাই হল পিতা আল্লাহ্‌র কাছে পবিত্র ও বিমল ধর্ম।


সে দুঃখী দীনহীনের বিচার করতো বলে তার মঙ্গল হল। মাবুদ বলেন, আমাকে জানা কি তা-ই নয়?


মাবুদ এই কথা বলেন, তোমরা ন্যায়বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান কর এবং লুণ্ঠিত ব্যক্তিকে জুলুমবাজের হাত থেকে উদ্ধার কর; বিদেশী, এতিম ও বিধবাদের প্রতি অন্যায় জুলুম করো না এবং এই স্থানে নির্দোষের রক্তপাত করো না।


তারা স্থূলকায় ও চাকচিক্যময় হয়েছে; হ্যাঁ, তারা নাফরমানীর সীমা ছাড়িয়ে গেছে, তারা বিচার করে না, এতিমের কল্যাণের জন্য বিচার করে না ও দরিদ্রদের বিচার নিষ্পত্তি করে না।


বিদেশী কিংবা এতিমের বিচারে অন্যায় করবে না এবং বিধবার কাপড় বন্ধক নেবে না।


তোমার শাসনকর্তারা বিদ্রোহী এবং চোরদের সখা; তাদের প্রত্যেকে ঘুষ ভালবাসে ও আর উপহার পেতে চায়; তারা এতিম লোকের বিচার নিষ্পত্তি করে না এবং বিধবার ঝগড়া তাদের কাছে আসতে দেওয়া হয় না।


সদাচরণ শিক্ষা কর, ন্যায়বিচারের অনুশীলন কর, জুলুমবাজ লোককে শাসন কর, এতিম লোকের বিচার নিষ্পত্তি কর, বিধবার পক্ষ সমর্থন কর।


তিনি এতিমের ও বিধবার বিচার নিষ্পন্ন করেন এবং বিদেশীকে মহব্বত করে অন্ন-বস্ত্র দেন।


দরিদ্রের বিচারে তারও পক্ষপাত করো না।


দরিদ্র প্রতিবেশীর বিচারে তার প্রতি অন্যায় করো না।


কারণ আমি আর্তনাদকারী দুঃখীকে, এবং এতিম ও অসহায়কে উদ্ধার করতাম।


নগর-দ্বারে নিজের সহায়কে দেখতে পাওয়াতে, যদি এতিমের বিরুদ্ধে হাত তুলে থাকি;


তোমার মুখ খোল, ন্যায়বিচার কর, দুঃখী ও দরিদ্রের বিচার কর।


হে দাউদের কুল, মাবুদ এই কথা বলেন, তোমরা খুব ভোরে বিচার নিষ্পত্তি কর এবং লুণ্ঠিত ব্যক্তিকে উপদ্রবীর হাত থেকে উদ্ধার কর, নতুুবা তোমাদের আচরণের নাফরমানীর দরুন আমার ক্রোধ আগুনের মত বের হবে এবং এমনভাবে পুড়িয়ে দেবে যে, কেউ তা নিভাতে পারবে না।


বাহিনীগণের মাবুদ এই কথা বলেছেন, তোমরা যথার্থ বিচার কর এবং প্রত্যেকে আপন আপন ভাইয়ের সঙ্গে দয়া ও করুণাযুক্ত ব্যবহার কর;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন