Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 80:5 - কিতাবুল মোকাদ্দস

5 তুমি খাবার হিসেবে তাদেরকে চোখের পানি দিয়েছ, বহুল পরিমাণে চোখের পানি পান করিয়েছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 তুমি তাদের চোখের জল খেতে দিয়েছ; তুমি তাদের বাটিভর্তি চোখের জল পান করিয়েছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 তুমি দুঃখকষ্টকে করেছ তাদের খাদ্যস্বরূপ, অশ্রুজল করেছ তাদের পানীয়।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 তুমি আহারার্থে তাহাদিগকে অশ্রুভক্ষ্য দিয়াছ, বহুলপরিমাণে নেত্রজল পান করাইয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 খাদ্য হিসেবে আপনার লোকদের আপনি চোখের জল দিয়েছেন। আপনার লোকদের আপনি তাদেরই চোখের জলে ভর্ত্তি গামলা দিয়েছেন। সেটাই ছিল তাদের পানীয় জল।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তুমি খাওয়ার জন্য তাদের চোখের জল দিয়েছ, বহু পরিমাণে চোখের জল পান করিয়েছ।

অধ্যায় দেখুন কপি




গীত 80:5
9 ক্রস রেফারেন্স  

আর প্রভু যদিও তোমাদের সঙ্কটের খাদ্য ও কষ্টের পানি দেন, তবুও তোমার শিক্ষকরা আর গুপ্ত থাকবে না, বরং তোমার চোখ তোমার শিক্ষকদেরকে পাবে।


আমার চোখের পানি দিনরাত আমার খাবার হল, কেননা লোকে সমস্ত দিন আমাকে বলে, ‘তোমার আল্লাহ্‌ কোথায়?’


বস্তুত আমি খাবারের মত ভস্ম খেয়েছি, আমার পানীয় দ্রব্যের সঙ্গে নেত্রজল মিশিয়েছি।


আমার প্রাণ যা স্পর্শ করতে অসম্মত, তা-ই আমার ঘৃণিত ভক্ষ্যস্বরূপ হল।


হে আল্লাহ্‌, তুমি কেন আমাদের চিরতরে ত্যাগ করেছ? তোমার চারণভূমির মেষদের বিরুদ্ধে কেন তোমার ক্রোধের আগুন ধূমায়িত হচ্ছে?


হে মাবুদ, আর কতকাল তুমি নিরন্তর ক্রুদ্ধ থাকবে? তোমার অন্তর্জ্বালা কি আগুনের মত জ্বলবে?


তুমি ক্রোধে আচ্ছাদন করে আমাদেরকে তাড়না করেছ, হত্যা করেছ, রহম কর নি।


তুমি মেঘে নিজেকে আচ্ছাদন করেছ, মুনাজাত তা ভেদ করতে পারে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন