Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 8:1 - কিতাবুল মোকাদ্দস

1 হে মাবুদ, আমাদের প্রভু, সারা দুনিয়াতে তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আসমানের উর্ধ্বেও তোমার মহিমা সংস্থাপন করেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 হে সদাপ্রভু, আমার প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম মহিমান্বিত! তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বে তোমার মহিমা স্থাপন করেছ!

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে প্রভু পরমেশ্বর, আমাদের আরাধ্য ঈশ্বর, বিরাজিত তোমার মহিমা এ বিশ্বসংসারে, ঊর্ধ্বে অন্তরীক্ষে ধ্বনিত তোমার স্তবগান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আকাশমণ্ডলের ঊর্দ্ধেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 হে প্রভু, আমাদের সদাপ্রভু, সারা পৃথিবীতে আপনার নামই সব থেকে মহিমান্বিত! আপনার নাম স্বর্গলোক জুড়ে আপনার প্রশংসা এনে দেয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সদাপ্রভুু আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কত মহান, তোমার মহিমা স্বর্গেও প্রকাশিত হয়

অধ্যায় দেখুন কপি




গীত 8:1
27 ক্রস রেফারেন্স  

হে মাবুদ, আমাদের প্রভু, সারা দুনিয়াতে তোমার নাম কেমন মহিমান্বিত।


সকলে মাবুদের নামের প্রশংসা করুক, কেননা কেবল তাঁরই নাম উন্নত, তাঁর গৌরব দুনিয়া ও বেহেশতের উপরে স্থাপিত।


হে আল্লাহ্‌, বেহেশতের উপরে উন্নত হও, সমস্ত ভূমণ্ডলে তোমার গৌরব হোক।


হে মাবুদ, দেবতাদের মধ্যে কে তোমার মত? কে তোমার মত পবিত্রতায় আদরণীয়, প্রশংসায় বিস্ময়কর, আশ্চর্য ক্রিয়াকারী?


আল্লাহ্‌ তৈমন থেকে আসছেন, পারণ পর্বত থেকে পবিত্রতম আসছেন। আসমান তাঁর প্রভায় সমাচ্ছন্ন, দুনিয়া তাঁর প্রশংসায় পরিপূর্ণ।


আমি তোমার প্রতিষ্ঠা করবো, হে আমার আল্লাহ্‌, আমার বাদশাহ্‌, আমি অনন্তকাল তোমার নামের শুকরিয়া আদায় করবো।


বস্তুত আমাদের জন্য এমন এক মহা-ইমাম উপযুক্ত ছিলেন, যিনি পবিত্র, নির্দোষ, নিষ্কলুষ, গুনাহ্‌গারদের থেকে পৃথক্‌কৃত এবং আল্লাহ্‌ তাঁকেই বেহেশতগুলোর চেয়েও উপরে তুলেছেন।


হে মাবুদ, আমাদের আল্লাহ্‌, তুমি ছাড়া অন্য প্রভুরা আমাদের উপরে কর্তৃত্ব করেছিল; কিন্তু কেবল তোমারই সাহায্যে আমরা তোমার নামের ঘোষণা করবো।


পরে আমি বড় লোকারণ্যের কোলাহল ও অনেক পানির কল্লোল ও প্রবল মেঘ-গর্জনের মত এই বাণী শুনলাম, হাল্লিলূয়া! কেননা আমাদের আল্লাহ্‌ প্রভু, যিনি সর্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করলেন।


তোমরা আমাদের বলস্বরূপ আল্লাহ্‌র উদ্দেশে আনন্দধ্বনি কর, ইয়াকুবের আল্লাহ্‌র উদ্দেশে জয়ধ্বনি কর।


হে মাবুদ, তোমার অটল মহব্বত আসমানগুলোতে ব্যাপ্ত, তোমার বিশ্বস্ততা আকাশ ছোঁয়া।


তুমি যদি এই কিতাবে লেখা শরীয়তের সমস্ত কথা যত্নপূর্বক পালন না কর; এভাবে যদি “তোমার আল্লাহ্‌ মাবুদ”—এই গৌরবান্বিত ও ভক্তিপূর্ণ ভয় জাগানো নামকে ভয় না কর;


আর বাস্তবিক আমার প্রভু মসীহ্‌ ঈসার জ্ঞানের শ্রেষ্ঠতার কারণে আমি সবই ক্ষতি বলে গণ্য করছি; তাঁর জন্য সব কিছুতেই ক্ষতি সহ্য করেছি এবং তা মলবৎ গণ্য করছি, যেন আমি মসীহ্‌কে লাভ করতে পারি,


হে বাহিনীগণের মাবুদ, তোমার আবাস কেমন প্রিয়!


তোমরা আল্লাহ্‌র উদ্দেশে গজল গাও, তাঁর নামের ঘোষণা কর; যিনি মরুভূমি দিয়ে বাহনে আসছেন, তাঁর জন্য রাজপথ বাঁধ; তাঁর নাম ‘মাবুদ’ (ইয়াহ্‌), তাঁর সাক্ষাতে উল্লাস কর।


হে আল্লাহ্‌, তুমি আমার আল্লাহ্‌; আমি সযত্নে তোমার খোঁজ করবো; আমার প্রাণ তোমার জন্য পিপাসিত, আমার দেহ তোমার জন্য ব্যাকুল, শুকনো ও ক্লান্তিকর দেশে, পানিবিহীন দেশে।


কিন্তু আল্লাহ্‌ কি সত্যি সত্যিই দুনিয়াতে বাস করবেন? দেখ, বেহেশত ও বেহেশতের বেহেশত তোমাকে ধারণ করতে পারে না, তবে আমার নির্মিত এই গৃহ কি পারবে?


যিনি নেমেছিলেন, তিনিই সকল বেহেশতের অনেক উপরে উঠেছেন, যেন তিনি সমস্ত কিছু পূর্ণ করতে পারেন।


তাঁর কথা অতীব মধুর; হ্যাঁ, তিনি সর্বতোভাবে মনোহর। অয়ি জেরুশালেমের কন্যারা! এই আমার প্রিয়, এই আমার সখা। ----


থোমা জবাবে তাঁকে বললেন, প্রভু আমার, আল্লাহ্‌ আমার!


অতএব দাউদ যখন তাঁকে প্রভু বলেন, তখন তিনি কিভাবে তাঁর সন্তান?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন