গীত 78:54 - কিতাবুল মোকাদ্দস54 আর তিনি তাদেরকে আনলেন, তাঁর পবিত্র সীমায়, তাঁর ডান হাত দিয়ে জয় করা এই পর্বতে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ54 আর তিনি তাঁর নিজের পবিত্র সীমায় নিয়ে এলেন, পাহাড়ের সেই দেশে যেখানে তাঁর ডান হাত তাদের নিয়ে গিয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)54 তিনি তাদের নিয়ে গেলেন নিজ পবিত্র ভূমিতে আপন পরাক্রমে বিজিত পর্বতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)54 আর তিনি তাহাদিগকে আনিলেন, আপন পবিত্র সীমায়, আপন দক্ষিণ হস্ত দ্বারা লব্ধ এই পর্ব্বতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল54 তাঁর পবিত্র ভূখণ্ডে ঈশ্বর তাঁর লোকদের পৌঁছে দিয়েছিলেন। তিনি তাঁর লোকদের নিজ ক্ষমতা বলে পাওয়া সেই পর্বতে যেটা তিনি রূপ দিয়েছিলেন সেটাতে নিয়ে গেলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী54 এবং তিনি তাদেরকে তাঁর পবিত্র জায়গার সীমায় আনলেন, নিজের হাত দিয়ে অর্জিত এই পর্বতে। অধ্যায় দেখুন |