Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 78:4 - কিতাবুল মোকাদ্দস

4 আমরা সেগুলো তাদের সন্তানদের কাছে গুপ্ত রাখবো না, পরবর্তী বংশের কাছে মাবুদের প্রশংসা বর্ণনা করবো, তাঁর পরাক্রম ও তাঁর কৃত অলৌকিক সমস্ত কাজ বর্ণনা করবো।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

4 তাঁদের বংশধরদের কাছে আমরা সেসব লুকিয়ে রাখব না; আমরা আগামী প্রজন্মের কাছে সদাপ্রভুর প্রশংসনীয় কাজের কথা বলব, তাঁর পরাক্রম, আর তাঁর আশ্চর্য কাজ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

4 আমাদের বংশধরদের কাছে আমরা গোপন করব না সে কথা, উত্তরপুরুষের কাছে আমরা বর্ণনা করব প্রভু পরমেশ্বরের মহিমা ও পরাক্রম, তাঁর অভিনব কার্যকলাপ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

4 আমরা সে সকল তাঁহাদের সন্তানগণের কাছে গুপ্ত রাখিব না, উত্তরকালীন বংশের কাছে সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিব, তাঁহার পরাক্রম ও তাঁহার কৃত আশ্চর্য্য ক্রিয়া সকল বর্ণনা করিব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

4 এই গল্প আমরাও ভুলে যাবো না। আমাদের লোকরা শেষ প্রজন্মকে পর্যন্ত এই গল্প বলতে থাকবে। আমরা সবাই প্রভুর প্রশংসা করবো এবং প্রভু যে সব আশ্চর্য কার্য করেছেন তা বলবো।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

4 আমরা সে সকল তাদের সন্তানদের কাছে গোপন করব না, আমরা সদাপ্রভুুর গৌরব যোগ্য কাজের বিষয় পরবর্তী প্রজন্মের কাছে বলব,

অধ্যায় দেখুন কপি




গীত 78:4
17 ক্রস রেফারেন্স  

আর তোমরা বাড়িতে উপবেশন ও পথে গমনকালে এবং শয়ন করার সময়ে ও বিছানা থেকে উঠবার সময়ে ঐ সমস্ত কথার প্রসঙ্গ করে নিজ নিজ সন্তানদেরকে শিক্ষা দিও।


তোমরা তোমাদের সন্তানদেরকে এর বৃত্তান্ত বল এবং তারা তাদের সন্তানদেরকে বলুক, আবার সেই সন্তানেরা ভাবী পুরুষপরমপরাকে বলুক।


কিন্তু তুমি নিজের বিষয়ে সাবধান, তোমার প্রাণের বিষয়ে অতি সাবধান থাক; পাছে তুমি যেসব ব্যাপার স্বচক্ষে দেখেছো, তা ভুলে যাও; আর পাছে জীবন থাকতে তোমার অন্তর থেকে তা মুছে যায়; তুমি তোমার পুত্র পৌত্রদেরকে তা শিক্ষা দাও।


আর তোমরা প্রত্যেকে নিজ নিজ সন্তানদেরকে এসব যত্নপূর্বক শিক্ষা দেবে এবং বাড়িতে, বসবার কিংবা পথে চলবার সময়ে এবং শয়ন করবার কিংবা বিছানা থেকে উঠবার কালে ঐ সমস্ত বিষয়ে কথাবার্তা বলবে।


এজন্য আমি তোমার সমস্ত প্রশংসা তবলিগ করবো; সিয়োন-কন্যার তোরণদ্বারগুলোতে, আমি তোমার উদ্ধারে উল্লাস করবো।


যেন আমি স্তবের ধ্বনি শুনাই, ও তোমার আশ্চর্য কর্মগুলো তবলিগ করি।


জ্ঞানীরা তা প্রকাশ করেছেন, তাঁদের পিতৃলোক থেকে পেয়ে গুপ্ত রাখেন নি,


আর তোমার পুত্র ভবিষ্যতে যখন তোমাকে জিজ্ঞাসা করবে, এটা কেন? তুমি বলবে, মাবুদ তাঁর পরাক্রমশালী হাত দিয়ে আমাদেরকে মিসর থেকে, গোলামীর গৃহ থেকে বের করে আনলেন।


সেই দিনে তুমি তোমার পুত্রকে এটা জানাবে, মিসর থেকে আমরা বের হবার সময়ে মাবুদ আমার প্রতি যা করলেন, এটা তারই জন্য।


আর তোমাদের সন্তানরা যখন তোমাদেরকে বলবে, তোমাদের এই উৎসবের তাৎপর্য কি?


জীবিত, জীবিত লোকই তোমার প্রশংসা-গজল করবে, আমি যেমন আজ করছি; পিতা সন্তানদেরকে তোমার বিশ্বস্ততার কথা জানাবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন