Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 78:39 - কিতাবুল মোকাদ্দস

39 তিনি স্মরণ করলেন যে, তারা মাংসমাত্র, বায়ুস্বরূপ, যা বয়ে গেলে আর ফিরে আসে না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

39 তিনি মনে রাখলেন যে তারা মাংসমাত্র, বায়ুর মতো, যা বয়ে গেলে আর ফিরে আসে না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

39 তিনি স্মরণ করলেন যে তারা মর্ত্যমানব মাত্র, বায়ুসদৃশ, যা বয়ে গেলে আর ফিরে আসে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

39 তিনি স্মরণ করিলেন যে, তাহারা মাংস মাত্র, বায়ুস্বরূপ, যাহা বহিয়া গেলে আর ফিরিয়া আইসে না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

39 ঈশ্বর মনে রেখেছিলেন যে ওরা ন্যায়পরায়ণ মানুষ। লোকরা বাতাসেরই মত, যারা বয়ে যায় এবং চলে যায়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

39 তিনি মনে করলেন যে, তারা মাংস দিয়ে তৈরী, বায়ুর মতো যা বয়ে যায় এবং আর ফিরে আসে না।

অধ্যায় দেখুন কপি




গীত 78:39
7 ক্রস রেফারেন্স  

তোমরা তো আগামীকালের বিষয়ে জান না: তোমাদের জীবন কি রকম? তোমরা তো বাষ্পস্বরূপ, যা কিছুক্ষণের জন্য থাকে, পরে অন্তর্হিত হয়।


স্মরণ কর, আমার জীবন শ্বাসমাত্র, আমার চোখ আর মঙ্গল দেখতে পাবে না;


তাতে মাবুদ বললেন, আমার রূহ্‌ মানুষের মধ্যে চিরকাল ধরে অবস্থান করবেন না, কেননা তারা মরণশীল; পক্ষান্তরে তাদের সময় এক শত বিশ বছর হবে।


আমার প্রাণকে আমি ঘৃণা করি, আমি চিরকাল বেঁচে থাকতে চাই না; আমাকে ছাড়, কেননা আমার আয়ু নিশ্বাস মাত্র।


স্মরণ কর, তুমি মাটির পাত্রের মত করে আমাকে গড়েছ, আবার আমাকে কি ধুলিতে বিলীন করবে?


দেহ থেকে যা জাত, তা দেহই; আর রূহ্‌ থেকে যা জাত, তা রূহ্‌ই।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন