গীত 78:39 - কিতাবুল মোকাদ্দস39 তিনি স্মরণ করলেন যে, তারা মাংসমাত্র, বায়ুস্বরূপ, যা বয়ে গেলে আর ফিরে আসে না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ39 তিনি মনে রাখলেন যে তারা মাংসমাত্র, বায়ুর মতো, যা বয়ে গেলে আর ফিরে আসে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 তিনি স্মরণ করলেন যে তারা মর্ত্যমানব মাত্র, বায়ুসদৃশ, যা বয়ে গেলে আর ফিরে আসে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 তিনি স্মরণ করিলেন যে, তাহারা মাংস মাত্র, বায়ুস্বরূপ, যাহা বহিয়া গেলে আর ফিরিয়া আইসে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 ঈশ্বর মনে রেখেছিলেন যে ওরা ন্যায়পরায়ণ মানুষ। লোকরা বাতাসেরই মত, যারা বয়ে যায় এবং চলে যায়। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী39 তিনি মনে করলেন যে, তারা মাংস দিয়ে তৈরী, বায়ুর মতো যা বয়ে যায় এবং আর ফিরে আসে না। অধ্যায় দেখুন |