Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 78:35 - কিতাবুল মোকাদ্দস

35 তাদের স্মরণ হল, আল্লাহ্‌ তাদের শৈল, সর্বশক্তিমান তাদের মুক্তিদাতা।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

35 তারা মনে রাখল যে ঈশ্বর তাদের শৈল, যে পরাৎপর ঈশ্বর তাদের মুক্তিদাতা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 তারা স্মরণ করল, ঈশ্বরই তাদের আশ্রয়গিরি, পরাৎপর ঈশ্বরই তাদের উদ্ধারকর্তা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 তাহাদের স্মরণ হইল, ঈশ্বর তাহাদের শৈল, পরাৎপর ঈশ্বর তাহাদের মুক্তিদাতা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 তখন এইসব লোকরা স্মরণ করবে যে ঈশ্বরই ছিলেন তাদের শিলা। ওরা তখন মনে করবে যে পরাৎ‌‌পরই একমাত্র ওদের মুক্তিদাতা।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 তারা স্মরণ করল যে ঈশ্বর তাদের শৈল ছিলেন এবং সর্বশক্তিমান মহান ঈশ্বরই তাদের মুক্তিদাতা।

অধ্যায় দেখুন কপি




গীত 78:35
19 ক্রস রেফারেন্স  

তিনি শৈল, তাঁর কাজ সিদ্ধ, কেননা তাঁর সমস্ত পথ ন্যায্য; তিনি বিশ্বাস্য আল্লাহ্‌, তাঁতে অন্যায় নেই; তিনিই ধর্মময় ও সরল।


হে কীট ইয়াকুব, হে ক্ষুদ্র ইসরাইল, ভয় করো না; মাবুদ বলেন, আমি তোমাকে সাহায্য করবো; আর ইসরাইলের পবিত্রতম তোমার মুক্তিদাতা।


তুমি যে লোকদের মুক্ত করেছ, তাদের তোমার অটল মহব্বত চালাচ্ছো, তুমি তোমার পরাক্রমে তাদের তোমার পবিত্র নিবাসে নিয়ে যাচ্ছ।


ইনি আমাদের জন্য নিজেকে দান করলেন, যেন মূল্য দিয়ে আমাদেরকে সমস্ত অধার্মিকতা থেকে মুক্ত করেন এবং নিজের জন্য এমন লোকদেরকে পাক-পবিত্র করেন যারা তাঁর নিজস্ব লোক হবে এবং সৎকর্ম করতে গভীরভাবে আগ্রহী হবে।


কিন্তু যিশুরূণ হৃষ্টপুষ্ট হয়ে পদাঘাত করলো। তুমি হৃষ্টপুষ্ট, স্থূল ও তৃপ্ত হলে; অমনি সে তার নির্মাতা আল্লাহ্‌কে ত্যাগ করলো, তার উদ্ধারের শৈলকে লঘু জ্ঞান করলো।


কিন্তু মাবুদ তোমাদেরকে মহব্বত করেন এবং তোমাদের পূর্ব-পুরুষদের কাছে যে কসম খেয়েছেন, তা রক্ষা করেন, সেজন্য মাবুদ তাঁর শক্তিশালী হাত দিয়ে তোমাদেরকে বের করে এনেছেন এবং গোলাম-গৃহ থেকে, মিসরের বাদশাহ্‌ ফেরাউনের হাত থেকে, তোমাদেরকে মুক্ত করেছেন।


মাবুদ, তোমার মুক্তিদাতা, ইসরাইলের পবিত্রতম, এই কথা বলেন, আমি মাবুদ তোমার আল্লাহ্‌, আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি, তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই।


মাবুদ, ইসরাইলের বাদশাহ্‌, তার মুক্তিদাতা, বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, আমিই আদি, আমিই অন্ত, আমি ছাড়া আর কোন আল্লাহ্‌ নেই।


তারা তাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌কে ভুলে গেল, যিনি মিসরে বিবিধ মহৎ কাজ করেছিলেন;


তারা ত্বরায় তাঁর সমস্ত কাজ ভুলে গেল, তাঁর মন্ত্রণার অপেক্ষায় রইলো না;


তারা তাঁর ক্ষমতার কথা স্মরণ করলো না, সেই দিনকে স্মরণ করলো না, যেদিন তিনি তাদের বিপক্ষের হাত থেকে মুক্ত করেছিলেন।


তারা তাঁর সমস্ত কাজ ভুলে গেল, সেসব অলৌকিক কাজ, যা তিনি তাদেরকে দেখিয়েছিলেন।


যেন তারা আল্লাহ্‌র উপরে প্রত্যাশা রাখে, এবং আল্লাহ্‌র সমস্ত কাজ ভুলে না যায়, কিন্তু তাঁর সমস্ত হুকুম পালন করে;


তোমার মণ্ডলীকে স্মরণ কর, যা তুমি পূর্বকালে ক্রয় করেছ, যা তোমার অধিকারের বংশ হবার জন্য তুমি মুক্ত করেছ; তোমার বাসস্থান সিয়োন পর্বতকে স্মরণ কর।


আর স্মরণে রাখবে, তুমি মিসর দেশে গোলাম ছিলে এবং তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে মুক্ত করেছেন; এজন্য আমি আজ তোমাকে এই হুকুম দিচ্ছি।


আর আমি মাবুদের কাছে এই মুনাজাত করলাম, হে আল্লাহ্‌ মালিক, তুমি আপনার অধিকারস্বরূপ যে লোকদেরকে তোমার মহত্বে মুক্ত করেছ ও শক্তিশালী হাত দিয়ে মিসর থেকে বের করে এনেছ, তাদেরকে বিনষ্ট করো না।


অতএব বনি-ইসরাইলদেরকে বল, আমিই মাবুদ, আমি তোমাদেরকে মিসরীয়দের অধীনতা থেকে বের করে আনবো ও তাদের গোলামী থেকে উদ্ধার করবো এবং প্রসারিত বাহু ও মহৎ শাসন দ্বারা তোমাদেরকে মুক্ত করবো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন