গীত 78:25 - কিতাবুল মোকাদ্দস25 মানুষ ফেরেশতাদের খাদ্য ভোজন করলো; তিনি তাদের তৃপ্তি পর্যন্ত খাদ্য পাঠালেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ25 মানুষ দূতদের রুটি খেল; তারা যত খেতে পারে সেইমতো তিনি তাদের খাদ্য পাঠালেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 স্বর্গবাসীদের খাদ্য ভক্ষণ করল মর্ত্যের মানুষ, তাদের তৃপ্তির জন্য ঈশ্বর দিলেন প্রচুর খাদ্য। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 মনুষ্য পরাক্রমীদের খাদ্য ভোজন করিল; তিনি তাহাদের তৃপ্তি পর্য্যন্ত ভক্ষ্য পাঠাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 লোকরা দেবদূতদের সেই খাবার খেয়েছিলো। ওদের সন্তুষ্ট করার জন্য ঈশ্বর প্রচুর খাবার পাঠিয়েছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 মানুষেরা দূতেদের খাবার খেল; তিনি তাদের জন্য পর্যাপ্ত পরিমানে খাবার পাঠালেন। অধ্যায় দেখুন |