গীত 78:20 - কিতাবুল মোকাদ্দস20 দেখ, তিনি শৈলকে আঘাত করলে পানির স্রোত বইল, স্রোতধারা প্রবাহিত হল; তিনি কি অন্নও দিতে পারেন? তাঁর লোকদের জন্য কি গোশ্ত যোগাবেন? অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ20 সত্যিই, তিনি শৈলকে আঘাত করলেন, আর জল বেরিয়ে এল, বিপুল জলস্রোত প্রবাহিত হল, কিন্তু তিনি কি আমাদের রুটি দিতে পারেন? তিনি কি তাঁর লোকেদের খাবার জন্য মাংস দিতে পারেন?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 তিনি আঘাত করলেন শিলাখণ্ডে, ফলে নির্গত হল বারিধারা, প্রবাহিত হল জলস্রোত। কিন্তু তিনি কি পারেন অন্ন দিতে? অথবা তাঁর প্রজাদের আহারের জন্য পারেন কি মাংস জোগাতে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 দেখ, তিনি শৈলকে আঘাত করিলে জলধারা বহিল, স্রোতোধারা প্রবাহিত হইল; তিনি কি অন্নও দিতে পারেন? আপন প্রজাদের জন্য কি মাংস যোগাইবেন? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 তিনি পাথরে আঘাত করলেন এবং বন্যার মতো জলধারা বেরিয়ে এলো। কিন্তু তিনি কি আমাদের কিছু রুটি এবং মাংস দিতে পারেন?” অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 দেখ, তিনি যখন শৈলকে আঘাত করলেন, জলের ধারা বেরিয়ে এসেছিল এবং ঝর্নার ধারা প্রবাহিত হয়েছিল৷ কিন্তু তিনি কি খাবার দিতে পারেন? তিনি কি নিজের প্রজাদের জন্য মাংস যোগাতে পারেন?” অধ্যায় দেখুন |