গীত 78:14 - কিতাবুল মোকাদ্দস14 তিনি তাদেরকে পথ দেখাতেন, দিনে মেঘ দ্বারা, এবং সমস্ত রাত আগুনের আলো দ্বারা। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 তিনি দিনে তাদের মেঘ আর রাতে আগুনের আলো দ্বারা পথ দেখালেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 দিনে মেঘপুঞ্জ ও রাত্রে অগ্নিশিখার দ্বারা তিনি তাদের করতেন পথপ্রদর্শন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তিনি তাহাদিগকে পথ দেখাইতেন, দিবসে মেঘ দ্বারা, এবং সমস্ত রাত্রি অগ্নির আলোক দ্বারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 প্রতিদিন প্রলম্বিত মেঘের দ্বারা ঈশ্বর ওদের পথ দেখিয়েছিলেন। প্রতিটি রাত্রে আগুনের আলো দিয়ে ঈশ্বর ওদের পথ দেখিয়ে ছিলেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তিনি দিনের তাদের মেঘ হয়ে পরিচালনা দিতেন এবং সমস্ত রাত্রি আগুনের আলো হয়ে পরিচালনা দিতেন। অধ্যায় দেখুন |