Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 77:19 - কিতাবুল মোকাদ্দস

19 সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল, বহু জলরাশির মধ্যে তোমার পথ ছিল, তোমার পদচিহ্ন জানা গেল না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

19 সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল, মহাজলরাশির মধ্যে তোমার গতিপথ ছিল, যদিও তোমার পায়ের ছাপ দেখা গেল না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 সমুদ্র তোমায় করে দিয়েছিল পথ, তুমি যাত্রা করেছিলে বিপুল জলরাশি ভেদ করে, কিন্তু তোমার পদচিহ্ন ছিল অদৃশ্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল, বহু জলরাশির মধ্যে তোমার মার্গ ছিল, তোমার পদচিহ্ন জানা গেল না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 ঈশ্বর, গভীর জলের মধ্যে দিয়ে আপনি হেঁটে গেলেন, গভীর সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে গেলেন। কিন্তু সেখানে আপনি কোন চরণচিহ্ন রেখে যান নি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

19 সমুদ্রের মধ্যে তোমার রাস্তা চলে গেল এবং বহু জলরাশির মধ্যে দিয়ে তোমার পথ ছিল, কিন্তু তোমার পায়ের চিহ্ন দেখা গেল না।

অধ্যায় দেখুন কপি




গীত 77:19
13 ক্রস রেফারেন্স  

পানি ফিরে এলো ও তাদের রথ ও ঘোড়সওয়ারদেরকে গ্রাস করলো, তাতে ফেরাউনের যে সমস্ত সৈন্য তাদের পিছনে সমুদ্রে নেমেছিল তাদের এক জনও অবশিষ্ট রইলো না।


তুমি তোমার ঘোড়ার পাল নিয়ে সমুদ্র দিয়ে গমন করলে। সেই মহাজলরাশি দিয়ে গমন করলে।


মহাবন্যার উপরে মাবুদই বাদশাহ্‌; মাবুদ চিরকালের তরে বাদশাহ্‌র সিংহাসনে বসেছেন।


আর তুমি তাদের সম্মুখে সমুদ্রকে দ্বিভাগ করলে, তাতে তারা সমুদ্রের মধ্যস্থলে শুকনো পথ দিয়ে অগ্রসর হল, কিন্তু প্রবল পানিতে যেমন পাথর, তেমনি তুমি তাদের পেছনে তাড়া করে আসা লোকদেরকে অগাধ পানিতে নিক্ষেপ করলে।


আহা! আল্লাহ্‌র ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন সীমাহীন! তাঁর বিচারগুলো কেমন বোধের অতীত! তাঁর পথগুলো কেমন সন্ধানের অতীত!


মেঘ ও অন্ধকার তাঁর চারদিকে বিদ্যমান, ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তিমূল।


তখন সমস্ত তুর পর্বত ধোঁয়ায় ভরা ছিল; কেননা মাবুদ আগুনের মধ্যে তার উপরে নেমে আসলেন, আর ভাটির ধোঁয়া মত তা থেকে ধোঁয়া উঠতে লাগল এবং সমস্ত পর্বত ভীষণ কাঁপতে লাগল।


তখন দুনিয়া টলল, কাঁপতে লাগল, আসমানের সমস্ত ভিত্তি বিচলিত হল, ও ভয়ে কাঁপতে লাগল, কারণ তিনি ক্রোধে জ্বলে উঠলেন।


তিনি, আমার জন্য যা নির্ধারিত, তা-ই সফল করেন, এবং এরকম অনেক কাজ তাঁর কাছে রয়েছে।


মেঘমালার বিস্তারণ কেউ কি বুঝতে পারে? তাঁর বজ্রের গর্জন কে বোঝে?


তাঁর বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করলো; দুনিয়া তা দেখলো, কেঁপে উঠলো।


তিনি দুনিয়ার প্রতি দৃষ্টিপাত করলে তা কাঁপে; তিনি পর্বতরাজিকে স্পর্শ করলে তারা ধূমায়িত হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন