গীত 77:1 - কিতাবুল মোকাদ্দস1 আমি চিৎকার করে আল্লাহ্র কাছে কান্নাকাটি করবো; চিৎকার করে আল্লাহ্র কাছে কান্নাকাটি করবো, তিনি আমার কান্না শুনে জবাব দেবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ1 আমি ঈশ্বরের কাছে সাহায্যের প্রার্থনা করলাম; আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন তিনি কর্ণপাত করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 আমি সরবে ক্রন্দন করি ঈশ্বরের কাছে, তাঁরই কাছে জানাই আকুতি, তিনি কর্ণপাত করেন আমার আবেদনে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আমি স্বরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব; স্বরবে ঈশ্বরের কাছে ক্রন্দন করিব, তিনি আমার প্রতি কর্ণপাত করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 আমি ঈশ্বরের কাছে কেঁদে পড়েছিলাম এবং সাহায্যের জন্য প্রার্থনা করেছি। হে ঈশ্বর, আমি উচ্চস্বরে আপনাকে ডেকেছি, আমার কথা শুনুন! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 আমি আমার স্বরে ঈশ্বরের কাছে আর্তনাদ করব; আমি আমার স্বরে ঈশ্বরের কাছে আর্তনাদ করব এবং আমার ঈশ্বর আমার আর্তনাদ শুনবেন। অধ্যায় দেখুন |