গীত 76:12 - কিতাবুল মোকাদ্দস12 তিনি শাসনকর্তাদের সাহস খর্ব করেন; দুনিয়ার বাদশাহ্দের পক্ষে তিনি ভয়াবহ। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ12 তিনি শাসকদের আত্মা চূর্ণ করেন; এবং পৃথিবীর রাজারা তাঁকে সম্ভ্রম করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 রাজন্যবর্গের দর্প তিনি চূর্ণ করেন, পৃথিবীর নৃপতিবৃন্দ তাঁর সম্মুখে সসম্ভ্রমে হয় নতশির। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তিনি প্রধানবর্গের সাহস খর্ব্ব করেন; পৃথিবীস্থ রাজগণের পক্ষে তিনি ভয়াবহ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 ঈশ্বর বড় বড় নেতাদের পরাজিত করেন। পৃথিবীর প্রত্যেকটি রাজা তাঁকে ভয় করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তিনি প্রধানদের সাহস খর্ব করেন; পৃথিবীর রাজাদের পক্ষে তিনি ভয়াবহ। অধ্যায় দেখুন |