Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 74:2 - কিতাবুল মোকাদ্দস

2 তোমার মণ্ডলীকে স্মরণ কর, যা তুমি পূর্বকালে ক্রয় করেছ, যা তোমার অধিকারের বংশ হবার জন্য তুমি মুক্ত করেছ; তোমার বাসস্থান সিয়োন পর্বতকে স্মরণ কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 তুমি সেই জাতিকে মনে রেখো, যাদের তুমি প্রাচীনকালে কিনেছ, তোমার অধিকারের লোকেদের, যাদের তুমি মুক্ত করেছ— সিয়োন পর্বত, যেখানে তুমি বসবাস করেছিলে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 স্মরণ কর তোমার প্রজাবৃন্দের কথা অতীতে যাদের তুমি এনেছিলে নিজ অধিকারে, আপন উত্তরাধিকারী গোষ্ঠীরূপে যাদের তুমি করেছিলে মুক্তদাসত্বের শৃঙ্খল থেকে, স্মরণ কর সেই সিয়োন-গিরিকে, যা ছিল তোমার পীঠস্থান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 তোমার মণ্ডলীকে স্মরণ কর, যাহা তুমি পূর্ব্বকালে ক্রয় করিয়াছ, যাহা তোমার অধিকারের বংশ হইবার জন্য তুমি মুক্ত করিয়াছ; তোমার বাসস্থান সিয়োন পর্ব্বতকে স্মরণ কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 অতীতে আপনি যে সব লোকদের এনেছিলেন তাদের কথা স্মরণ করুন। আপনি আমাদের রক্ষা করেছেন, তাই আমরা সবাই আপনার। সিয়োন পর্বতের কথা স্মরণ করুন, যেখানে আপনি বাস করতেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 তোমার লোকেদেরকে মনে কর, যাকে তুমি অতীতকালে মুক্ত করেছিলে, যাকে তুমি কিনেছিলে তোমার অধিকারের বংশ করবার জন্য এবং সিয়োন পর্বত যেখানে তুমি থাক।

অধ্যায় দেখুন কপি




গীত 74:2
27 ক্রস রেফারেন্স  

যিনি ইয়াকুবের অধিকার, তিনি সেরকম নন; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী এবং ইসরাইল তাঁর অধিকাররূপ বংশ; তাঁর নাম বাহিনীগণের মাবুদ!


কেননা মাবুদের লোকই তাঁর উত্তরাধিকার; ইয়াকুবই তাঁর উত্তরাধিকার।


ত্রাস ও আশংকা তাদের উপরে পড়ছে; তোমার বাহুবলে তারা পাথরের মত স্তব্ধ হয়ে আছে; যাবৎ, হে মাবুদ, তোমার লোকেরা উত্তীর্ণ না হয়, যাবৎ তোমার ক্রয় করা লোকেরা উত্তীর্ণ না হয়।


তুমি যে লোকদের মুক্ত করেছ, তাদের তোমার অটল মহব্বত চালাচ্ছো, তুমি তোমার পরাক্রমে তাদের তোমার পবিত্র নিবাসে নিয়ে যাচ্ছ।


কারণ মাবুদ তাঁর জন্য ইয়াকুবকে, নিজস্ব অধিকার বলে ইসরাইলকে মনোনীত করেছেন।


কিন্তু মাবুদ তোমাদের গ্রহণ করেছেন, লোহা গলানো হাফরের মধ্য থেকে, মিসর দেশ থেকে তোমাদেরকে বের করে এনেছেন, যেন তোমরা তাঁর অধীনস্থ লোক হও, যেমন আজ আছ।


আর তাঁরা একটি নতুন গজল গাইলেন, বললেন, ‘তুমি ঐ কিতাব গ্রহণ করার ও তার সীলমোহরগুলো খুলবার যোগ্য; কেননা তুমি হত হয়েছ এবং নিজের রক্ত দ্বারা সমস্ত বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ থেকে আল্লাহ্‌র জন্য লোকদেরকে ক্রয় করেছ;


ইনি আমাদের জন্য নিজেকে দান করলেন, যেন মূল্য দিয়ে আমাদেরকে সমস্ত অধার্মিকতা থেকে মুক্ত করেন এবং নিজের জন্য এমন লোকদেরকে পাক-পবিত্র করেন যারা তাঁর নিজস্ব লোক হবে এবং সৎকর্ম করতে গভীরভাবে আগ্রহী হবে।


তোমরা নিজেদের বিষয়ে সাবধান এবং পাক-রূহ্‌ তোমাদেরকে নেতা করে যার মধ্যে নিযুক্ত করেছেন, সেসব পালের বিষয়ে সাবধান হও, আল্লাহ্‌র সেই মণ্ডলীকে পালন কর, যাকে তিনি নিজের রক্ত দ্বারা ক্রয় করেছেন।


যিনি ইয়াকুবের অধিকার, তিনি সেরকম নন; কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী এবং ইসরাইল তাঁর অধিকাররূপ বংশ; তাঁর নাম বাহিনীগণের মাবুদ!


হে মাবুদ, তুমি কেন আমাদেরকে তোমার পথ ছেড়ে ভ্রান্ত্র হতে দিচ্ছ? তোমাকে ভয় না করতে আমাদের অন্তকরণকে কেন কঠিন করছো? তুমি তোমার গোলামদের, তোমার অধিকারস্বরূপ বংশদের জন্য ফিরে এসো।


তাদের সকল দুঃখে তিনি দুঃখিত হতেন, তাঁর উপস্থিতির ফেরেশতা তাদেরকে উদ্ধার করতেন; তিনি তাঁর প্রেমে ও তাঁর স্নেহে তাদেরকে মুক্ত করতেন এবং পুরাকালের সমস্ত দিন তাদেরকে তুলে বহন করতেন।


আর তাদেরকে বলা যাবে, ‘পবিত্র লোক’, ‘মাবুদের মুক্ত করা লোক’; এবং তোমাকে বলা যাবে, ‘খুঁজে পাওয়া নগরী’, ‘অপরিত্যক্তা নগরী’।


মাবুদের উদ্ধার করা লোকেরা ফিরে আসবে, আনন্দগান সহকারে সিয়োনে আসবে এবং তাদের মাথায় নিত্যস্থায়ী আনন্দের মুকুট থাকবে; তারা আমোদ ও আনন্দ লাভ করবে, এবং খেদ ও আর্তস্বর দূরে পালিয়ে যাবে।


তাতে নিজের লোকদের উপরে মাবুদের ক্রোধ জ্বলে উঠলো, তিনি নিজের অধিকারকে ঘৃণা করলেন।


তুমি বাহুবল দ্বারা তোমার লোকদের, ইয়াকুবের ও ইউসুফের সন্তানদেরকে, মুক্ত করেছ। [সেলা।]


হে বহুশৃঙ্গ পর্বতমালা, আল্লাহ্‌ তাঁর নিবাসের জন্য যে পর্বতে প্রীত হয়েছেন, তার প্রতি তোমরা কেন কুটিল দৃষ্টি করছো? অবশ্য মাবুদ চিরকাল সেখানে বাস করবেন।


সুখী সেই জাতি, যার আল্লাহ্‌ মাবুদ, সেই লোকসমাজ, যাকে তিনি নিজের অধিকারের জন্য মনোনীত করেছেন।


তোমরা সিয়োন-নিবাসী মাবুদের প্রশংসা গাও; জাতিদের মধ্যে তাঁর সমস্ত কাজের কথা জানাও।


এরাই তো তোমার লোক ও তোমার অধিকার; এদেরকে তুমি তোমার মহাশক্তি ও বাড়িয়ে দেওয়া বাহু দ্বারা বের করে এনেছ।


আর আমি মাবুদের কাছে এই মুনাজাত করলাম, হে আল্লাহ্‌ মালিক, তুমি আপনার অধিকারস্বরূপ যে লোকদেরকে তোমার মহত্বে মুক্ত করেছ ও শক্তিশালী হাত দিয়ে মিসর থেকে বের করে এনেছ, তাদেরকে বিনষ্ট করো না।


কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহতদেরকে স্মরণ করেন; তিনি দুঃখীদের কান্না ভুলে যান না;


কারণ মাবুদ তাঁর লোকদেরকে দূর করবেন না, তাঁর অধিকার পরিত্যাগ করবেন না।


হে জেরুশালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীদেরকে নিযুক্ত করেছি; তারা দিনে বা রাতে কখনও নীরব থাকবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন