Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 74:17 - কিতাবুল মোকাদ্দস

17 তুমিই দুনিয়ার সমস্ত সীমা স্থাপন করেছ; তুমিই গ্রীষ্মকাল ও শীতকাল স্থাপন করেছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

17 তুমি জগতের সমস্ত প্রান্তসীমা নির্ণয় করেছ; তুমি গ্রীষ্মকাল আর শীতকাল উভয় তৈরি করেছ।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

17 পৃথিবীর সীমানা তুমিই করেছ নির্ধারণ, তুমিই করেছ প্রবর্তন গ্রীষ্ম ও শীতঋতু।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

17 তুমিই পৃথিবীর সমস্ত সীমা স্থাপন করিয়াছ; তুমিই গ্রীষ্মকাল ও শীতকাল করিয়াছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

17 আপনিই পৃথিবীর সব কিছুর সীমা নির্ধারণ করেছেন। আপনিই শীত, গ্রীষ্ম সৃষ্টি করেছেন।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

17 তুমিই পৃথিবীর সমস্ত সীমা স্থাপন করেছ; তুমি গ্রীষ্মকাল ও শীতকাল করেছ।

অধ্যায় দেখুন কপি




গীত 74:17
6 ক্রস রেফারেন্স  

সর্বশক্তিমান আল্লাহ্‌ যখন জাতিদেরকে অধিকার দিলেন, যখন মানবজাতিকে পৃথক করলেন, তখন বনি-ইসরাইলদের সংখ্যানুসারেই সেই লোকবৃন্দের সীমা নির্ধারণ করলেন।


আর তিনি এক ব্যক্তি থেকে মানুষের সকল জাতিকে উৎপন্ন করেছেন, যেন তারা সমস্ত ভূতলে বাস করে। তিনি তাদের নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করে দিয়েছেন।


তবুও তিনি সব সময় মঙ্গল করে নিজের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন। তিনি আসমান থেকে আপনাদেরকে বৃষ্টি এবং ফলোৎপাদক ঋতু দিয়ে খাদ্যে ও আনন্দে আপনাদের অন্তর পরিতৃপ্ত করে আসছেন।


যে পর্যন্ত দুনিয়া থাকবে, সেই পর্যন্ত শস্য বপনের ও শস্য কাটবার সময়, শীত ও উত্তাপ, গ্রীষ্মকাল ও হেমন্তকাল, দিবা ও রাত— এই সকলের অবসান হবে না।


এই দুনিয়াটা কত বড় তা কি তুমি জান? বল, যদি সমস্তই জান।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন