গীত 74:14 - কিতাবুল মোকাদ্দস14 তুমিই লিবিয়াথনের মাথা চূর্ণ করেছিলে, মরুভূমি-নিবাসী সকলকে খাদ্য হিসেবে তার দেহ দিয়েছিলে। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ14 তুমিই লিবিয়াথনের মাথাগুলি চূর্ণ করেছ আর মরুভূমির জন্তুদের তা খাবার জন্য দিয়েছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 লিভিয়াথানের মস্তকরাজি চূর্ণ করে তুমিই তার দেহ দিয়েছিলে তুলে খাদ্যরূপে প্রাণীকুলের মাঝে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তুমিই লিবিয়াথনের মস্তক চূর্ণ করিয়াছিলে, মরুভূমি-নিবাসী সকলকে খাদ্যরূপে তাহার দেহ দিয়াছিলে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 বড় বড় সমুদ্র দানবদের আপনি পরাজিত করেছেন! আপনিই লিবিয়াথনের মাথা গুঁড়িয়ে দিয়েছেন এবং তার দেহ পশুদের খাওয়ার জন্য ফেলে এসেছেন। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 তুমিই লিবিয়াথনের মাথা চূর্ণ করেছিলে, প্রান্তরের সমস্ত জীবিত প্রানীদের গ্রাস করেছিলে। অধ্যায় দেখুন |