Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 73:5 - কিতাবুল মোকাদ্দস

5 মানুষের মত কষ্ট তাদের হয় না; মানুষের মত তারা আহত হয় না।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

5 মানুষের সাধারণ বোঝা থেকে তারা মুক্ত; মানবিক সমস্যার দ্বারা তারা জর্জরিত হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 অন্যান্য লোক যেমন সঙ্কটে পড়ে ওরা তেমন পড়ে না, ওরা আঘাত পায় না অপর লোকদের মত।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 মর্ত্ত্যের ন্যায় কষ্ট তাহাদের হয় না; মনুষ্যের মত তাহারা আহত হয় না।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 ঐসব উদ্ধত লোককে আমাদের মত দুর্ভোগ পোহাতে হয় না। অন্যান্য লোকেদের মত ওদের কোন সংকট নেই।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

5 তারা অন্যান্য লোকদের বোঝা থেকে মুক্ত; তারা অন্যান্য লোকেদের মত কষ্ট পায়না।

অধ্যায় দেখুন কপি




গীত 73:5
9 ক্রস রেফারেন্স  

দেখ, এরাই দুর্জন, এরা চিরকাল নির্বিঘ্নে থেকে ধন বৃদ্ধি করেছে।


তাদের বাড়ি শান্তিযুক্ত ও ভয়শূন্য থাকে, তাদের উপরে আল্লাহ্‌র দণ্ড নেই।


আমি যত লোককে মহব্বত করি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি; অতএব উদ্যোগী হও ও মন ফিরাও।


প্রত্যেক সন্তানকে যেমন শাসন করা হয় তেমনি তোমাদের যদি শাসন করা না হয় তবে তো তোমরা জারজ সন্তান, সত্যিকারের সন্তান নও।


কিন্তু প্রভু যখন আমাদের বিচার করেন, তখন তিনি আমাদের শাসন করেন, যেন দুনিয়ার সঙ্গে শাস্তি না পাই।


আমার দুর্দশার কথা মনে পড়লেই আমি ভয় পাই, আমার মাংস কাঁপতে থাকে।


বিনাশের দিন পর্যন্ত দুর্জন রক্ষিত হয়, ক্রোধের দিন পর্যন্ত তারা উত্তীর্ণ হয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন