Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 73:22 - কিতাবুল মোকাদ্দস

22 আমি মূর্খ ও অজ্ঞান, তোমার কাছে পশুর মত ছিলাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

22 আমি অচেতন আর অজ্ঞ ছিলাম; তোমার সামনে আমি নিষ্ঠুর বন্যপশু ছিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 অজ্ঞ ও মূর্খ আমি তোমার দৃষ্টিতে ছিলাম নির্বোধ পশুর সমান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 আমি মূর্খ ও অজ্ঞান, তোমার কাছে পশুবৎ ছিলাম।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 আমি মূর্খ ও অজ্ঞান, আমি তোমার কাছে পশুর মত অসার ছিলাম।

অধ্যায় দেখুন কপি




গীত 73:22
9 ক্রস রেফারেন্স  

আমি মনে মনে বললাম, বনি-আদমকে আল্লাহ্‌ পরীক্ষা করেন, যেন তারা দেখতে পায় যে, তারা নিজেই পশুর মত।


নরপশু জানে না, নির্বোধ তা বোঝে না।


কারণ সে দেখে যে, জ্ঞানবানেরা মরে, হীনবুদ্ধি ও অসাড় অন্তরের লোক নির্বিশেষে বিনষ্ট হয়, তারা অন্যদের জন্য নিজেদের ধন রেখে যায়।


গরু তার মালিককে জানে, গাধা তার মালিকের যাবপাত্র চেনে, কিন্তু ইসরাইল জানে না, আমার লোকেরা বিবেচনা করে না।


সত্যি, আমি মানুষের মধ্যে সবচেয়ে মূর্খ, মানুষের বিবেচনা আমার নেই।


তোমরা ঘোড়া ও খচ্চরের মত হয়ো না, যাদের বুদ্ধি নেই; বল্‌গা ও লাগাম পরিয়ে তাদেরকে দমন করতে হয়, নতুবা তারা তোমার কাছে আসবে না।


হে আল্লাহ্‌, তুমি আমার মূঢ়তার বিষয় জান; আমার সমস্ত দোষ তোমা থেকে গুপ্ত নয়।


আমরা কি জন্য পশু হিসেবে গণিত হয়েছি, তোমাদের দৃষ্টিতে নাপাক হয়েছি?


দুর্বৃত্তরা যখন ঘাসের মত অঙ্কুরিত হয়, অধর্মচারী সকলে যখন উন্নতি লাভ করে, তখন তা তাদের হয়ে থাকে চির-বিনাশের জন্য।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন