Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 73:16 - কিতাবুল মোকাদ্দস

16 আমি তা বুঝবার জন্য চিন্তা করলাম, কিন্তু তা আমার দৃষ্টিতে কষ্টকর হল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

16 যখন আমি এসব বোঝার চেষ্টা করলাম, তা আমাকে গভীর কষ্ট দিল

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 তাই সমস্যাটি বুঝবার জন্য আমি অনেক চিন্তা করেছি, কিন্তু দেখলাম, বিষয়টি বোধের অগম্য।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আমি তাহা বুঝিবার জন্য চিন্তা করিলাম, কিন্তু তাহা আমার দৃষ্টিতে কষ্টকর হইল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 এইসব বিষয় বোঝার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু এটা আমার পক্ষে ভীষণ কষ্টকর।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

16 যদিও আমি এই বিষয়ে বোঝার চেষ্টা করলাম, কিন্তু তা আমার জন্য খুবই কঠিন বিষয় ছিল,

অধ্যায় দেখুন কপি




গীত 73:16
10 ক্রস রেফারেন্স  

মানুষের চোখ দিনরাত যখন নিদ্রা দেখে না তখন আল্লাহ্‌র সমস্ত কাজের বিষয়ে এই বিষয়টি দেখলাম, সূর্যের নিচে আল্লাহ্‌ যে কাজ করেছেন, মানুষ তার তত্ত্ব পেতে পারে না; কারণ যদিও মানুষ তার অনুসন্ধানের জন্য পরিশ্রম করে, তবুও তার তত্ত্ব পেতে পারে না; এমন কি, জ্ঞানবান লোকেও যদি বলে জানতে পারব, তবু তার প্রকৃত তত্ত্ব খুঁজে পায় না।


আহা! আল্লাহ্‌র ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন সীমাহীন! তাঁর বিচারগুলো কেমন বোধের অতীত! তাঁর পথগুলো কেমন সন্ধানের অতীত!


মেঘ ও অন্ধকার তাঁর চারদিকে বিদ্যমান, ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তিমূল।


সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল, বহু জলরাশির মধ্যে তোমার পথ ছিল, তোমার পদচিহ্ন জানা গেল না।


সত্যি, মানুষ ছায়ার মত গমনাগমন করে, সত্যি, তারা অসারতার জন্যই ব্যতিব্যস্ত; সে ধনরাশি সঞ্চয় করে, কিন্তু কে তা সংগ্রহ করবে, জানে না।


তোমার ধর্মশীলতা আল্লাহ্‌র পর্বতগুলোর মত, তোমার সমস্ত বিচার মহাজলধিস্বরূপ; হে মাবুদ, তুমি মানুষ ও পশু রক্ষা করে থাক।


আমি প্রজ্ঞা জানতে এবং পাগলামী ও অজ্ঞানতা জানতে মনোযোগ করলাম, আমি জানলাম যে, তাও বায়ুর পিছনে দৌড়ানো ছাড়া আর কিছু নয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন