গীত 70:5 - কিতাবুল মোকাদ্দস5 কিন্তু আমি দুঃখী ও দরিদ্র; হে আল্লাহ্, আমার পক্ষে ত্বরা কর; তুমিই আমার সহায় ও আমার উদ্ধারকর্তা; হে মাবুদ, বিলম্ব করো না। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ5 কিন্তু আমি দরিদ্র ও অভাবী; হে ঈশ্বর, আমাকে সাহায্য করতে তাড়াতাড়ি এসো, তুমিই আমার সহায় এবং আমার মুক্তিদাতা, হে সদাপ্রভু, দেরি কোরো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 দীন ও দুঃখী আমি, সত্বর এস হে ঈশ্বর, আমার কাছে। হে আমার আরাধ্য ঈশ্বর, তুমি অগতির গতি, তুমিই আমার পরিত্রাতা বিলম্ব করো না সাহায্য দানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 কিন্তু আমি দুঃখী ও দরিদ্র; হে ঈশ্বর, আমার পক্ষে ত্বরা কর; তুমিই আমার সহায় ও আমার নিস্তারকর্ত্তা; হে সদাপ্রভু, বিলম্ব করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 ঈশ্বর আমি দীন অসহায় মানুষ। ঈশ্বর তাড়াতাড়ি করুন! আপনি আসুন, আমায় রক্ষা করুন! ঈশ্বর একমাত্র আপনিই আমায় উদ্ধার করতে পারেন। আর দেরী করবেন না! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 কিন্তু আমি দুঃখী ও দরিদ্র; ঈশ্বর, আমার পক্ষে ত্বরা কর; তুমি আমার সাহায্য ও আমার উদ্ধারকর্তা সদাপ্রভুু দেরী করো না। অধ্যায় দেখুন |