Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 7:3 - কিতাবুল মোকাদ্দস

3 হে মাবুদ, আমার আল্লাহ্‌, যদি আমি সেই কাজ করে থাকি, যদি আমার হাতে অন্যায় লেগে থাকে;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, যদি আমি অন্যায় কাজ করেছি ও আমার হাতে অপরাধ আছে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 হে প্রভু পরমেশ্বর আমার আরাধ্য ঈশ্বর, যদি অন্যায় করে থাকি আমি, আমার হাত যদি কোন দুষ্কর্মে হয়ে থাকে কলঙ্কিত

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, যদি আমি সেই কার্য্য করিয়া থাকি, যদি আমার করতলে অন্যায় লাগিয়া থাকে;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 প্রভু আমার ঈশ্বর, আমি কোন অন্যায় করি নি। আমি শপথ করে বলছি আমি কোন অন্যায় করিনি!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 সদাপ্রভুু আমার ঈশ্বর, আমার শত্রুরা যা বলেছে তা আমি কখনই করিনি, আমার হাতে কোন অন্যায় নেই,

অধ্যায় দেখুন কপি




গীত 7:3
14 ক্রস রেফারেন্স  

কারণ দেখ, তারা আমার প্রাণের জন্য লুকিয়ে আছে বলবানেরা আমার বিরুদ্ধে একত্র হচ্ছে, হে মাবুদ, আমার অধর্মের জন্য নয়, আমার গুনাহ্‌র জন্য নয়।


আর হে আমার পিতা, দেখুন; হ্যাঁ, আমার হাতে আপনার পোশাকের এই টুক্‌রাটি দেখুন; কেননা আমি আপনার পোশাকের অগ্রভাগ কেটে নিয়েছি, তবুও আপনাকে হত্যা করি নি, এতে আপনি বিবেচনা করে দেখবেন, আমি হিংসায় বা অধর্মে হস্তক্ষেপ করি নি এবং আপনার বিরুদ্ধে গুনাহ্‌ করি নি; তবুও আপনি আমার প্রাণ নিতে চেষ্টা করছেন।


মাবুদ, যিনি প্রভুদের আল্লাহ্‌! মাবুদ, যিনি প্রভুদের আল্লাহ্‌! তিনি জানেন এবং ইসরাইলও এই কথা জানুক। যদি আমরা মাবুদের বিরুদ্ধে বিদ্রোহ-ভাবে কিংবা সত্য-লঙ্ঘন করে এই কাজ করে থাকি, তবে আজ আমাদের রক্ষা করো না।


যদি চিত্তে অধর্মের প্রতি তাকাতাম, তবে প্রভু শুনতেন না।


হাতে অধর্ম থাকলে যদি তা দূর কর, অন্যায়কে তোমার আবাসে বাস করতে না দাও;


আর দাউদ তালুতকে বললেন, মানুষের এমন কথা আপনি কেন শোনেন যে, দাউদ আপনার অনিষ্ট চেষ্টা করছে?


তালুত তাঁকে বললেন, তুমি ও ইয়াসিরের পুত্র আমার বিরুদ্ধে কেন চক্রান্ত করলে? সে যেন আজকের মত আমার বিরুদ্ধে ঘাঁটি বসায়, সেজন্য তুমি তাকে রুটি ও তলোয়ার দিয়েছ এবং তার জন্য আল্লাহ্‌র কাছে জিজ্ঞাসা করেছ।


অতএব, তুমি তোমার এই গোলামের প্রতি সদয় ব্যবহার কর, কেননা তুমি তোমার সঙ্গে তোমার এই গোলামকে মাবুদের এক নিয়মে আবদ্ধ করেছ। কিন্তু যদি আমার কোন অপরাধ থাকে, তবে তুমিই আমাকে হত্যা কর; তুমি কেন তোমার পিতার কাছে আমাকে নিয়ে যাবে?


এজন্য তোমরা সকলে কি আমার বিরুদ্ধে চক্রান্ত করেছ? ইয়াসিরের পুত্রের সঙ্গে আমার পুত্র যে নিয়ম করেছে, তা কেউ আমাকে জানাও নি; এবং আমার পুত্র আজকের মত আমার বিরুদ্ধে ঘাঁটি বসাবার জন্য আমার গোলামকে যে উস্কিয়ে দিয়েছে, এতেও তোমাদের মধ্যে কেউ আমার জন্য দুঃখিত হও নি বা আমাকে তা জানাও নি।


অনেক ষাঁড় আমাকে বেষ্টন করেছে, বাশনের বলবান বলদেরা আমাকে ঘিরে ধরেছে।


তলোয়ার থেকে আমার প্রাণ উদ্ধার কর, আমার একমাত্র [রূহ্‌] কুকুরের হাত থেকে উদ্ধার কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন