Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 7:1 - কিতাবুল মোকাদ্দস

1 হে মাবুদ, আমার আল্লাহ্‌, আমি তোমারই আশ্রয় নিয়েছি; আমার সকল তাড়নাকারী থেকে আমাকে নিস্তার কর, আমাকে উদ্ধার কর।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

1 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমাতে শরণ নিই; যারা আমার পিছু নেয় তাদের হাত থেকে আমায় রক্ষা করো ও উদ্ধার করো,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

1 হে প্রভু পরমেশ্বর, আমার আরাধ্য ঈশ্বর আমি তোমারই শরণাগত। যারা নিয়ত উত্যক্ত করছে আমাকে, তাদের হাত থেকে বাঁচাও আমায়

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

1 হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি; আমার সকল তাড়নাকারী হইতে আমাকে নিস্তার কর, আমাকে উদ্ধার কর।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

1 প্রভু, আমার ঈশ্বর, আমি আপনার ওপর নির্ভর করি। যারা আমায় তাড়া করছে তাদের হাত থেকে আপনি আমায় রক্ষা করুন। আমায় উদ্ধার করুন!

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

1 সদাপ্রভুু আমার ঈশ্বর, আমি তোমার আশ্রয় নিয়েছি! আমার পিছু নিয়েছে যারা তাদের থেকে আমাকে রক্ষা কর, আমাকে উদ্ধার কর।

অধ্যায় দেখুন কপি




গীত 7:1
29 ক্রস রেফারেন্স  

আমার সময়গুলো তোমার হাতে রয়েছে; আমার দুশমনদের হাত থেকে, আমার তাড়নাকারীদের থেকে, আমাকে উদ্ধার কর।


অতএব যারা আল্লাহ্‌র ইচ্ছাক্রমে দুঃখভোগ করে, তারা সদাচরণ করতে করতে নিজ নিজ প্রাণকে বিশ্বস্ত সৃষ্টিকর্তার হাতে গচ্ছিত রাখুক।


তখন তোমরা আমার পর্বতমালার উপত্যকা দিয়ে পালিয়ে যাবে; কেননা পর্বতমালার সেই উপত্যকা আৎসল পর্যন্ত যাবে; হ্যাঁ, তোমরা পালিয়ে যাবে, যেমন এহুদার বাদশাহ্‌ উষিয়ের সময়ে ভূমিকম্পের সম্মুখ থেকে পালিয়ে গিয়েছিলে; আর আমার আল্লাহ্‌ মাবুদ আসবেন, তোমার সঙ্গে পবিত্র ব্যক্তিরা সকলেই আসবেন।


আর আমার আল্লাহ্‌ মাবুদের কাছে মুনাজাত করলাম ও গুনাহ্‌ স্বীকার করে বললাম হে মালিক, তুমিই সেই মহান ও ভক্তিপূর্ণ ভয় জাগানো আল্লাহ্‌, যিনি তাদের সঙ্গে নিয়ম ও অটল মহব্বত রক্ষা করেন, যারা তাঁকে মহব্বত করে ও তাঁর হুকুম পালন করে।


আমি আফরাহীমের স্বর স্পষ্ট শুনতে পেয়েছি; সে খেদোক্তি করে বলেছে, ‘যাকে বশ করা হয় নি এমন বাছুরটির মত তুমি আমাকে শাস্তি দিয়েছ, আমি শাস্তি ভোগ করেছি; আমাকে ফিরাও, তাতে আমি ফিরব, কেননা তুমিই আমার আল্লাহ্‌ মাবুদ।


কিন্তু মাবুদ শক্তিশালী যোদ্ধার মত আমার সঙ্গে থাকেন, এজন্য আমার তাড়নাকারীরা হোঁচট খাবে, প্রবল হবে না, বুদ্ধিপূর্বক না চলাতে তারা মহালজ্জিত হবে; সেই অপমান সবসময় থাকবে, তা কেউ ভুলে যাবে না।


হে মাবুদ, তুমিই জান; আমাকে স্মরণ কর, আমার তত্ত্বানুসন্ধান কর, আমার তাড়নাকারীদেরকে অন্যায়ের প্রতিশোধ দাও, তোমার দীর্ঘসহিষ্ণুতায় আমাকে হরণ করো না; জেনো আমি তোমার জন্য টিট্‌কারি সহ্য করেছি।


তোমাদের মধ্যে এমন কে আছে, যে মাবুদকে ভয় করে, যে তাঁর গোলামের কথা শোনে? যে অন্ধকারে চলে, যার আলো নেই, সে মাবুদের নামে ভরসা করুক, তাঁর আল্লাহ্‌র উপরে নির্ভর করুক।


সে আমাকে ডেকে বলবে, তুমি আমার পিতা, আমার আল্লাহ্‌ ও আমার উদ্ধারের শৈল।


তাতে আমি আল্লাহ্‌র কোরবানগাহ্‌র কাছে যাব, আমার পরমানন্দজনক আল্লাহ্‌র সম্মুখে যাব; আর হে আল্লাহ্‌, আমার আল্লাহ্‌, আমি বীণাযন্ত্রে তোমার প্রশংসা করবো।


দুষ্টের অনেক যাতনা হয়; কিন্তু যে ব্যক্তি মাবুদের উপর নির্ভর করে, সে অটল মহব্বতে বেষ্টিত হবে।


যেন আমি তোমার প্রশংসা গান করি, নীরব না থাকি। হে মাবুদ, আমার আল্লাহ্‌, আমি চিরকাল তোমার প্রশংসা করবো।


হে মাবুদ, আমার আল্লাহ্‌, আমি তোমার কাছে আর্তনাদ করলাম, আর তুমি আমাকে সুস্থ করলে।


হে মাবুদ, আমার বিচার কর, কারণ আমি নিজের সিদ্ধতায় চলেছি, আর আমি মাবুদের আশ্রয় নিয়েছি, চঞ্চল হব না।


তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করে থাক; মাবুদ, আমার আল্লাহ্‌, তুমিই আমার অন্ধকার আলোকময় করে থাক।


মাবুদ আমার শৈল, আমার দুর্গ, ও আমার উদ্ধারকর্তা, আমার আল্লাহ্‌, আমার দৃঢ় শৈল, আমি তাঁর কাছে আশ্রয় নিয়েছি; আমার ঢাল, আমার নাজাতের শৃঙ্গ, আমার উচ্চদুর্গ।


কিন্তু আমি তোমার অটল মহব্বতে নির্ভর করেছি; আমার অন্তর তোমার উদ্ধারে উল্লসিত হবে।


হে মাবুদ, আমার আল্লাহ্‌, দৃষ্টিপাত কর, আমাকে উত্তর দাও; আমার চোখ আলোকময় কর, পাছে আমি মৃত্যু-নিদ্রায় নিদ্রিত হই;


আমি মাবুদের আশ্রয় নিয়েছি; তোমরা কি ভেবে আমার প্রাণকে বল, পাখির মত তোমাদের পর্বতে উড়ে যাও;


হে মাবুদ, উঠ; হে আমার আল্লাহ্‌ আমার উদ্ধার কর; কেননা তুমি আমার সমস্ত দুশমনের চোয়ালে আঘাত করেছ, তুমি দুষ্টদের সমস্ত দাঁত ভেঙ্গে দিয়েছ।


আমার যে ভাইয়েরা আমার সঙ্গে গিয়েছিল, তারা লোকদের অন্তর ভয়ে গলিয়ে দিয়েছিল; কিন্তু আমি সম্পূর্ণভাবে আমার আল্লাহ্‌ মাবুদের অনুগামী ছিলাম।


তোমরা তাঁরই দ্বারা সেই আল্লাহ্‌র উপরে ঈমান এনেছ, যিনি তাঁকে মৃতদের মধ্য থেকে জীবিত করে তুলেছেন ও গৌরব দান করেছেন; এভাবে তোমাদের ঈমান ও প্রত্যাশা আল্লাহ্‌র প্রতি রয়েছে।


হে আমার আল্লাহ্‌, আমি তোমারই আশ্রয় নিয়েছি, আমাকে লজ্জিত হতে দিও না; আমার দুশমনেরা আমাকে নিয়ে উল্লাস না করুক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন