গীত 69:34 - কিতাবুল মোকাদ্দস34 আসমান ও দুনিয়া তাঁর প্রশংসা করুক, সমুদ্র ও তার মধ্যেকার সমস্ত জলজ প্রাণী প্রশংসা করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ34 স্বর্গ ও পৃথিবী, সমুদ্র ও যা কিছু তাতে জীবিত, তাঁর প্রশংসা করুক, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 হে আকাশমণ্ডল ও পৃথিবী, ঈশ্বরের স্তবগান গাও, প্রশংসা কর তাঁর সসাগরা ধরিত্রীর সকল অধিবাসী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 আকাশ ও পৃথিবী তাঁহার প্রশংসা করুক, সমুদ্র ও তন্মধ্যস্থ সর্ব্ব জঙ্গম প্রশংসা করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 হে আকাশ ও পৃথিবী, ঈশ্বরের প্রশংসা কর! হে সমুদ্র এবং সমুদ্রের মধ্যের সবকিছু, প্রভুর প্রশংসা কর! অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী34 আকাশ ও পৃথিবী তাঁর প্রশংসা করুক, সমুদ্র ও তার মধ্যে সব কিছু তাঁর প্রশংসা করুক। অধ্যায় দেখুন |