Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 69:3 - কিতাবুল মোকাদ্দস

3 আমি ডেকে ডেকে ক্লান্ত হয়েছি, আমার কণ্ঠ শুকিয়ে গেছে; আমার আল্লাহ্‌র অপেক্ষা করতে করতে আমার নয়নযুগল নিস্তেজ হয়েছে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

3 সাহায্যের প্রার্থনা করতে করতে আমি ক্লান্ত হয়েছি; আমার গলা শুকিয়ে গেছে। আমার ঈশ্বরের খোঁজ করতে করতে আমার দৃষ্টি ব্যর্থ হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 ত্রাণের আশায় আর্তনাদ করে করে আমি ক্লান্ত, শুষ্ক হয়েছে আমার কণ্ঠ, ঈশ্বরের প্রতীক্ষায় পথ চেয়ে ক্ষীণ হয়ে গেছে আমার নয়নের আলো।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 আমি ডাকিতে ডাকিতে ক্লান্ত হইয়াছি, আমার কণ্ঠ শুষ্ক হইয়াছে; আমার ঈশ্বরের অপেক্ষা করিতে করিতে আমার নয়নযুগল নিস্তেজ হইয়াছে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 আমি এতই দুর্বল হয়ে পড়েছি যে সাহায্য চাইতেও অক্ষম হয়ে গেছি। আমার গলা যন্ত্রণা করছে। আমার চোখ যন্ত্রণায় টন্ টন্ করে ওঠার আগে পর্যন্ত আমি আপনার সাহায্যের প্রতীক্ষা করেছি।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

3 আমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়েছি, আমার কন্ঠ শুকনো হয়েছে; আমার ঈশ্বরের অপেক্ষা করতে করতে আমার চোখ অক্ষম হয়ে গেছে।

অধ্যায় দেখুন কপি




গীত 69:3
18 ক্রস রেফারেন্স  

প্রতি রাতে আমি বিছানা ভাসাই, আমি নেত্রজলে পালঙ্ক ভিজাই।


তালচোঁচ ও সারসের মত আমি চিঁচিঁ আওয়াজ করছিলাম, ঘুঘুর মত কাতরোক্তি করছিলাম; উপর দিকে দৃষ্টিপাত করতে করতে আমার চোখ ক্ষীণ হল; হে মাবুদ, আমি নির্যাতিত, তুমি আমার সহায় হও।


আমার চোখ ক্ষীণ হচ্ছে, তোমার উদ্ধারের জন্য, ও তোমার ধর্মময় প্রতিজ্ঞা পূর্ণতার জন্য।


তোমার নির্দেশের প্রতীক্ষায় আমার চোখ ক্ষীণ হয়, আমি বলি, তুমি কখন আমাকে সান্ত্বনা দেবে?


তোমার পুত্রকন্যাদের অন্য এক জাতিকে দেওয়া হবে ও সমস্ত দিন তাদের অপেক্ষায় চেয়ে থাকতে থাকতে তোমার চোখ ক্ষীণ হবে এবং তোমার হাতে কোন শক্তি থাকবে না।


যিনি মৃত্যু থেকে তাঁকে রক্ষা করতে সমর্থ, তাঁরই কাছে ঈসা এই দুনিয়াতে থাকবার সময়ে তীব্র আর্তনাদ ও অশ্রুপাত সহকারে মুনাজাত ও ফরিয়াদ করেছিলেন এবং তাঁর ভক্তির কারণে তিনি তাঁর মুনাজাতের উত্তর পেয়েছিলেন।


এর পরে ঈসা, সমস্তই এখন সমাপ্ত হল জেনে পাক-কিতাবের কালাম যেন সিদ্ধ হয়, এজন্য বললেন, ‘আমার পিপাসা পেয়েছে’।


আমার নেত্রযুগল অশ্রুপাতে ক্ষীণ হয়েছে, আমার অন্ত্র জ্বলছে; আমার লোকদের ধ্বংসের কারণে আমার যকৃৎ মাটিতে ঢালা যাচ্ছে, কেননা নগরের চকে চকে বালক-বালিকা ও স্তন্যপায়ী শিশু মূর্চ্ছাপন্ন হয়।


আবার লোকে আমার খাদ্যের জন্য বিষ দিল, আমার পিপাসাকালে অম্লরস পান করাল।


এখন, হে মালিক, আমি কিসের অপেক্ষা করি? তোমাতেই আমার প্রত্যাশা।


সিদ্ধতা ও সরলতা আমাকে রক্ষা করুক, কেননা আমি তোমার অপেক্ষা করছি।


আমার বল খোলার মত শুকিয়ে যাচ্ছে, আমার জিহ্বা তালুতে লেগে যাচ্ছে, তুমি আমাকে মৃত্যুর ধূলিতে রেখেছ।


হে আমার আল্লাহ্‌, আমি দিনে আহ্বান করি, কিন্তু তুমি উত্তর দাও না; রাতেও (ডাকি), আমার বিশ্রাম হয় না।


কাঁদতে কাঁদতে আমার মুখ বিকৃত হয়েছে, ঘন অন্ধকার আমার চোখের পাতার উপরে আছে;


কিন্তু দুষ্টদের চোখ নিস্তেজ হবে, তাদের আশ্রয় বিনষ্ট হবে, তাদের আশা প্রাণত্যাগে পরিণত হবে।


তিনি আমার মুখে নতুন গজল, আমাদের আল্লাহ্‌র প্রশংসা-গজল দিলেন; অনেকে তা দেখবে, ভয় পাবে, ও মাবুদের উপর ঈমান আনবে।


আমার উপরে তোমার ক্রোধ চেপে আছে, তুমি তোমার সমস্ত তরঙ্গ দ্বারা আমাকে দুঃখার্ত করেছ। [সেলা।]


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন