গীত 69:22 - কিতাবুল মোকাদ্দস22 তাদের টেবিল তাদের সম্মুখে ফাঁদস্বরূপ হোক, শান্তিকালে তাদের পাশস্বরূপ হোক। অধ্যায় দেখুনআরো সংস্করণবাংলা সমকালীন সংস্করণ22 তাদের সাজানো মেজ তাদের জন্য জাল হয়ে উঠুক; এবং তাদের সুরক্ষা ফাঁদ হয়ে উঠুক। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 ওদের ভোজসভা হোক ওদের ফাঁদস্বরূপ, নিরাপত্তা হোক ওদের শৃঙ্খল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তাহাদের মেজ তাহাদের সম্মুখে ফাঁদস্বরূপ হউক, শান্তিকালে তাহাদের পাশস্বরূপ হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 ওদের টেবিলগুলো খাবারে পরিপূর্ণ। সমারোহপূর্ণ মঙ্গল আহার ওদের আছে। ওদের ভোজ যেন ওদের বিনাশ করে। অধ্যায় দেখুনইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী22 তাদের টেবিল তাদের সামনে ফাঁদের মত হোক, যখন তারা ভাবে যে তারা নিরাপদে, তখন তাদের সম্পদ তাদের জন্য ফাঁদ হোক। অধ্যায় দেখুন |