Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




গীত 68:2 - কিতাবুল মোকাদ্দস

2 বাতাসে যেমন ধোঁয়া উড়ে যায়, তেমনি তুমি তাদেরকে উড়িয়ে নিয়ে যাও; যেমন আগুনের সম্মুখে মোম গলে যায়, তেমনি আল্লাহ্‌র সম্মুখে দুষ্টরা বিনষ্ট হোক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

বাংলা সমকালীন সংস্করণ

2 তুমি তাদের ধোঁয়ার মতো উড়িয়ে দিয়েছ— যেমন আগুনে মোম গলে যায়, ঈশ্বরের সামনে দুষ্টরা সেভাবে বিনষ্ট হোক।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2 ধোঁয়া যেমন মিলিয়ে যায় দূরে তেমনি বিদূরিত কর তুমি ওদের। আগুনের মুখে যেমন গলে যায় মোম, ঈশ্বরের সম্মুখে তেমনি বিনষ্ট হোক দুষ্টেরা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 যেমন ধূম চালিত হয়, তেমনি তুমি তাহাদিগকে চালিত কর; যেমন অগ্নির সম্মুখে মোম গলিয়া যায়, তেমনি ঈশ্বরের সম্মুখে দুষ্টগণ বিনষ্ট হউক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 ধোঁয়া যেমন বাতাসে উড়ে যায়, তেমনি আপনার শত্রুরা যেন ছত্রভঙ্গ হয়। মোম যেমনভাবে আগুনে গলে যায়, তেমনই করে যেন আপনার শত্রুরাও ধ্বংস হয়।

অধ্যায় দেখুন কপি

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

2 যেমন দূরে ধোঁয়া চালিত হয়; যেমন আগুনের সামনে মোম গলে যায়, তেমনি ঈশ্বরের সামনে দুষ্টরা বিনষ্ট হোক।

অধ্যায় দেখুন কপি




গীত 68:2
17 ক্রস রেফারেন্স  

তাঁর নিচে পর্বতমালা গলে যাবে, উপত্যকাগুলো বিদীর্ণ হবে, যেমন আগুনের উত্তাপে মোম গলে যায়, যেমন গড়ান স্থানে পানি ঝরে পড়ে।


কিন্তু দুষ্টরা বিনষ্ট হবে, মাবুদের দুশমনেরা মাঠের সবুজ ঘাসের সৌন্দর্যের মতই; তারা অন্তর্হিত, ধোঁয়ার মত মিলিয়ে যাবে।


এজন্য তারা সকাল বেলার মেঘের মত, খুব ভোরে অন্তর্হিত শিশিরের মত, ঘূর্ণিবাতাস দ্বারা খামার থেকে বাতাসে উড়ে যাওয়া ভুষির মত ও জানালা থেকে বের হওয়া ধোঁয়ার মত হবে।


বাস্তবিক নাফরমানী আগুনের মত জ্বলে, তা কাঁটাঝোপ ও কাঁটাবন গ্রাস করে; নিবিড় বনে জ্বলে ওঠে, তা ঘূর্ণায়মান ঘন ধোঁয়ার স্তম্ভ হয়ে ওঠে।


পর্বতগুলো মোমের মত গলে গেল, মাবুদের সাক্ষাতে, সমস্ত দুনিয়ার প্রভুর সাক্ষাতে।


তা আগুনে পুড়ে গেছে, তা কেটে ফেলা হয়েছে; তোমার মুখের ভর্ৎসনায় লোক বিনষ্ট হচ্ছে।


যেমন আগুন ডালপালা জ্বালিয়ে দেয়, যেমন আগুন পানি ফুটায় তেমনি তোমার বিপক্ষদের কাছে তোমার নাম প্রকাশ কর; তোমার সাক্ষাতে জাতিরা কেঁপে উঠুক।


তুমি, তুমিই ভয়াবহ; তুমি একবার ক্রুদ্ধ হলে কে তোমার সাক্ষাতে দাঁড়াবে?


আমাকে পানির মত সেচন করা হচ্ছে, আমার সমুদয় অস্থি সন্ধিচ্যুত হয়েছে, আমার হৃদয় মোমের মত হয়েছে, তা অন্ত্রগুলোর মধ্যে গলে গলে পড়ছে।


আর সিন্দুকের অগ্রসর হবার সময়ে মূসা বলতেন, হে মাবুদ, উঠ, তোমার দুশমনেরা ছিন্নভিন্ন হোক, তোমার বিদ্বেষীরা তোমার সম্মুখ থেকে পালিয়ে যাক।


পরে যোয়াব ও তাঁর সঙ্গী লোকেরা অরামীয়দের বিরুদ্ধে যুদ্ধে সম্মুখীন হলে তারা তাঁর সম্মুখ থেকে পালিয়ে গেল।


আর অরামীয়েরা ইসরাইলের সম্মুখ থেকে পালিয়ে গেল; আর দাউদ অরামীয়দের সাত শত রথচালক ও চল্লিশ হাজার ঘোড়সওয়ার সৈন্য হত্যা করলেন এবং তাদের দলের সেনাপতি শোবককেও আঘাত করলেন, তাতে তিনি সেই স্থানে মারা পড়লেন।


কোলাহলের শব্দে জাতিরা পালিয়ে গেল, তুমি উঠে দাঁড়ালে লোকবৃন্দ ছিন্নভিন্ন হল।


তোমার বলবানেরা কেন ভেসে গেল? তারা স্থির থাকতে পারল না, যেহেতু মাবুদ তাদেরকে অধঃপাতিত করলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন